পিএফ মেটায়নি ঠিকাদার, অভিযোগে কাজ বন্ধ
হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড(পূর্বতন টাটা কেমিকেল, বর্তমানে সার কারখানা, ইউরিয়া উৎপাদন করে) কারখনায় শুক্রবার সকাল থেকে বকেয়া পিএফের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন একটি ঠিকাদার সংস…
পিএফ মেটায়নি ঠিকাদার, অভিযোগে কাজ বন্ধ
হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড(পূর্বতন টাটা কেমিকেল, বর্তমানে সার কারখানা, ইউরিয়া উৎপাদন করে) কারখনায় শুক্রবার সকাল থেকে বকেয়া পিএফের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন একটি ঠিকাদার সংস্থার শ্রমিকরা। অভিযোগ, ওই ঠিকাদার সংস্থা ১৮ মাসের বকেয়া টাকা মেটায়নি শ্রমিকদের। শ্রমিকদের গত ৬ মাস ধরে আশ্বাস দেওয়ার পরও টাকা মেটাচ্ছে না ঠিকাদার সংস্থা। ওই ঠিকাদার সংস্থার মালিক একটি রাজনৈতিক দলের জেলার গুরুত্বপূর্ণ নেতা। ইন্দেরামা কারখানায় ওই ঠিকাদার সংস্থার অধীনে ২৩ জন ঠিকা শ্রমিক রয়েছেন। তাঁরা লোডার অপারেটর ও হেল্পারের কাজ করেন। এদিন সকাল থেকে তাঁরা কর্মবিরতি পালন করছেন। ২০১৬ সাল থেকে শ্রমিকরা ওই ঠিকাদার সংস্থার অধীনে কাজ শুরু করেছে। পরে ২০২১সালে ওই ঠিকাদার সংস্থাটি নাম বদলে ফেলে। ওই সময় দেখা যায়, শ্রমিকদের পুরনো পিএফের টাকা বকেয়া রয়েছে। শ্রমিকরা একাধিকবার বিক্ষোভ দেখানোর পর কিছুদিন আগে তাঁদের হাতে টাকা দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটি। কিন্তু ৬ মাস কেটে যাওয়ার পরও টাকা হাতে না পাওয়ায় ফের বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁরা ইন্দোরামা কর্তৃপক্ষ ও ডেপুটি লেবার কমিশনারের সঙ্গেও দেখা করবেন। এদিকে ভোট আসতেই হলদিয়া জুড়ে একের পর এক কারখানায় বেতনচুক্তি ও পিএফের বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, শ্রমিকরা ইউনিয়ন নেতাদের উপর নানা কারণে ক্ষুব্ধ। শ্রমিকরা সমস্যায় পড়লে তাঁদের অভিযোগ জানানোর জায়গা নেই বলে ক্ষোভ প্রকাশ করছেন। তাঁদের অভিযোগ, ইউনিয়ন সক্রিয় না থাকায় কারখানা ম্যানেজমেন্ট স্ট্রিমরোলার চালাচ্ছে, চালাচ্ছে হায়ার এন্ড ফায়ার নীতি। এদিকে, কারখানা ম্যানেজমেন্টও শ্রমিকদের বেপরোয়া মনোভাবে দিশেহারা বলে অভিযোগ। গত ১৫ ই এপ্রিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন শ্রমিক নেতৃত্ব এবং সংগঠনের উচ্চপর্যায়ে নেতৃত্বদের নিয়ে সভা করেছিলেন এক সপ্তাহ কাটতে না কাটতেই শ্রমিক অসন্তোষ বিক্ষোভ শুরু হয়ে গেল। এবার লোকসভা নির্বাচনে হলদিয়ার চাপা শ্রমিক অসন্তোষ বড় ফ্যাক্টর, শ্রমিকের মন বোঝা দায় হয়ে উঠেছে, বলছে শাসক বিরোধী সব পক্ষই।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments