মে’র প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল
সবকিছু ঠিকঠাক থাকলে মে’র প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সরাসরি সময়ের উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্…
মে’র প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল
সবকিছু ঠিকঠাক থাকলে মে’র প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে পারে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সরাসরি সময়ের উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে। সরকারের নির্দেশ এলে মার্কশিট-সহ তা প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, মার্কশিট প্রিন্ট করতে যে-সময় লাগে, সেটুকু ধরে মে’র প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে জানাচ্ছেন পর্ষদের এক কর্তা। সরকারের কোনও আপত্তি না-থাকলে ওইসময়ে ফল প্রকাশ করতে কোনও বাধা নেই। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, তাঁদের ফল তৈরি। এবার অনলাইনে ফল আসায় গোটা প্রক্রিয়াই দ্রুত শেষ হয়ে গিয়েছে। সরকারের অনুমতি পেলে যেকোনও দিন ফলপ্রকাশ করে দিতে পারেন তাঁরা। তবে, সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফল প্রকাশ করা হবে।
আর মার্কশিট দেওয়া হবে তার কিছুদিন বাদে।
No comments