ময়নাতে এস ইউ সি আই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা সংগঠিত হলো …
ময়নাতে এস ইউ সি আই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে পদযাত্রা সংগঠিত হলো ময়না থানার অন্নপূর্ণা ও শ্যামপুর গঙ্গার বাজারে। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির প্রতিবাদে পদযাত্রায় অংশগ্রহণকারীরা সোচ্চার হন। এছাড়াও ময়নার জলনিকাশি সহ সমস্ত খাল ও স্লুইসগেটগুলি সংস্কার, স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণ, নদীপাড় গুলিতে পাকাপোক্ত পাইলিং নির্মাণ, নদী বক্ষে অবৈধ ভাটা ও মেছোঘেরী বন্ধের দাবিতে এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর প্রতিবাদে, ময়না সহ জেলার সার্বিক উন্নয়নের দাবিতে সুসজ্জিত মিছিল সংগঠিত হয়। অন্নপূর্ণা ও গঙ্গা বাজারে বক্তব্য রাখেন প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চিন্ময় ঘোড়াই, জেলা কমিটির সদস্য বাসুদেব দাস,ময়না লোকাল কমিটির সদস্য মদন সামন্ত, সুব্রত বাগ প্রমূখ। বক্তারা গণ আন্দোলনের শক্তিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
No comments