আমেরিকা থেকে কবি বিশ্বনাথ মান্নার কবিতা
এখন এখানে বৃষ্টি ঝরে মেঘ ডাকছে খুব,তোমার ওখানে গরম বাড়ে বাড়িতে আছো চুপ বৃষ্টিকে বলেছি হলদিয়া যেতে একটু ঠাণ্ডা করো , কথা দিয়েছে যাচ্ছে চলে আজকের ভোরে।
আমেরিকা থেকে কবি বিশ্বনাথ মান্নার কবিতা
এখন এখানে বৃষ্টি ঝরে
মেঘ ডাকছে খুব,
তোমার ওখানে গরম বাড়ে
বাড়িতে আছো চুপ
বৃষ্টিকে বলেছি হলদিয়া যেতে
একটু ঠাণ্ডা করো ,
কথা দিয়েছে যাচ্ছে চলে
আজকের ভোরে।
No comments