Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল  মহিষাদলের সভা থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যে…

 



বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল  মহিষাদলের সভা থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করায় এদিন চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। এদিন তপ্ত দুপুরে রাজ ময়দানের কানায় কানায় ভর্তি সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীর নাম না নিয়ে বলেন, যিনি এখানে দাঁড়িয়েছেন, তিনি ভাবছেন, এটাও বিচারালয়। তাই কখনও বলছেন, পদত্যাগ করতে হবে। আমি বলছি, আগে দেহত্যাগ করুন। তারপর পদত্যাগের কথা বলবেন। লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। মানুষের কাছে এসে কথা বলার কোনও অধিকার আপনার নেই।
তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এদিন মহিষাদলে সভা ছিল। চাঁদিফাটা রোদে ভরদুপুরে সেই সভায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। তাতেই তৃপ্ত বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিপক্ষ দলের প্রার্থীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিকাশ ভট্টাচার্যের জুনিয়র ছিলেন। আর এখন গদ্দারের সঙ্গী। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরের কথা, আগে দেবাংশুর সঙ্গে লড়ুন। তারপর অন্য কারও সঙ্গে লড়বেন। ছাত্রছাত্রীদের চাকরি খেয়েছেন। নিয়োগে ভুল হলে সংশোধন করার কথা বললে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু, আপনি এককথায় সবার চাকরি খেয়েছেন। আমরা ছেড়ে দেব? যাঁদের চাকরি গিয়েছে সেই পরিবারকে নিয়ে এসে তাঁদের দুঃখের কথা মানুষের কাছে বলানো হবে। 
মুখ্যমন্ত্রী বলেন, প্যানেল বাতিল নিয়ে প্রশাসন কোর্টে গিয়েছে। ছাত্রছাত্রীরাও গিয়েছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলব, ২৬ হাজার মানুষের চাকরি গেলে স্কুল চলবে কী করে? ছাত্রছাত্রীরা কোথায় যাবে? তারা মানুষ হবে নাকি গদ্দার তৈরি হবে? ১২ শতাংশ সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। শ্রমদানের টাকা ফেরত হয়?
মুখ্যমন্ত্রী আরও বলেন, দেবাংশুকে এখানে পাঠিয়েছি বোয়াল মাছের খোবল মারতে। ও আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলাকে সাফসুতরো করবে। তমলুক থেকে কাঁথি, মহিষাদল থেকে নন্দীগ্রাম সব জায়গায় ঘুরে বেড়াবে। আমি তো আপনাদের সঙ্গে আছিই। তিনি বলেন, প্রথম দফায় ভোটের পরই মোদিবাবু ঘাবড়ে গিয়েছেন। ‘ইসবার চারশো পার’ এত সস্তা নয়। মানুষ বলছেন, ইসবার দু’শো নেহি হোগা পার। কারণ, অন্যান্য রাজ্যে যে যার মতো লড়বে। আগেরবার ওরা ৩০৩টি আসন পেয়েছিল। এবার তেমনটা হবে না। আমরা বাংলায় জোট করিনি। কিন্তু ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসব। 
মুখ্যমন্ত্রী এদিন পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তুলে ধরেন। তারমধ্যে মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয়, তমলুক মেডিক্যাল কলেজের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ন’মাসের মধ্যে তমলুক-দীঘা রেল লাইনের কাজ করেছিলাম। হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ট্রেন, মালদা টাউন-দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট আমার করা। জলস্বপ্ন প্রকল্পে নন্দীগ্রাম-১ ও ২, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকে পাঁচ লক্ষ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে। ১৪০০ কোটি টাকা খরচে কাজ চলছে। নিমতৌড়িতে নতুন প্রশাসনিক ভবন গড়ে উঠেছে। এছাড়া নন্দীগ্রাম স্বাস্থ্য‌ ঩জেলা, নন্দীগ্রাম, এগরা এবং পাঁশকুড়ায় তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল, তমলুকে নার্সিং কলেজ, মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয়দের থাকার জন্য একশো বেডের নাইট শেল্টার করে দেওয়া হয়েছে। জেলায় তিনটি নতুন কলেজ হয়েছে। মৎস্যজীবীদের জন্য ব্যান পিরিয়ডে দু’মাসে আর্থিক সাহায্য দেওয়া হবে। দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের সম উচ্চতায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। হলদিয়ায় তিনটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। আরও পাঁচটির কাজ চলছে। দীঘায় কেবল ল্যান্ডিং সেন্টার হচ্ছে। কেলেঘাই-কপালেশ্বরী নদী খনন কাজ করেছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরাই করব।

No comments