মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন ছেলের
গ্ৰীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল ছেলে।মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিশমত শিবরামনগর গ্রামে সেই শিবির অনুষ্ঠিত হল।জানা গেছে,…
মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন ছেলের
গ্ৰীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল ছেলে।মহিষাদল বিধানসভার অন্তর্গত দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিশমত শিবরামনগর গ্রামে সেই শিবির অনুষ্ঠিত হল।জানা গেছে, গত মার্চ মাসে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন ওই গ্রামের বাসিন্দা সবিতা রানী মান্না।মাকে শ্রদ্ধা জানাতে রবিবার ২৮ শে এপ্রিল ছেলের উদ্যোগে স্থানীয় সমন্বয় ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।রক্ত সংগ্রহ করে হলদিয়া মহকুমা হাসপাতাল।প্রয়াত সবিতা রানী মান্নার পুত্র জয়ন্ত মান্না বলেন, গ্রামের মানুষের দেওয়া ৩০ ইউনিট রক্ত মুমূর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের যোগান দেওয়া হবে।এই উদ্যোগের প্রশংসা করে অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।
No comments