Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুরু ২৪-এর মহারণ, উত্তরবঙ্গে ভোট শুরু হতেই বিক্ষিপ্ত ঝামেলা, সঙ্গে গোলাপও

শুরু ২৪-এর মহারণ, উত্তরবঙ্গে ভোট শুরু হতেই বিক্ষিপ্ত ঝামেলা, সঙ্গে গোলাপও

আজ, ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হল গণতন্ত্রের 'মহোৎসব' লোকসভা নির্বাচন। কেউ আবার চব্বিশের মহারণও বলছেন। প্রথম দফার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত …

 




শুরু ২৪-এর মহারণ, উত্তরবঙ্গে ভোট শুরু হতেই বিক্ষিপ্ত ঝামেলা, সঙ্গে গোলাপও



আজ, ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হল গণতন্ত্রের 'মহোৎসব' লোকসভা নির্বাচন। কেউ আবার চব্বিশের মহারণও বলছেন। প্রথম দফার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে। দেশজুড়ে আজ মোট ১৬২৫জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এরমধ্যে রয়েছেন বঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ অধিকারি, নীতিন গাদকরি সহ একাধিক হেভিওয়েট প্রার্থী। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি তিনটি কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। গতবার ২০১৯ এর লোকসভায় এই তিনটি আসনই জিতেছিল বিজেপি। তিন কেন্দ্রের মোট ভোটার ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮জন। এদের মধ্যে মহিলা পুরুষ ভোটার প্রায় সমান সমান। পুরুষ ভোটার মাত্র ১লক্ষ বেশি। এবার মহিলা ভোট সারা রাজ্যে সব রাজনৈতিক দলের কাছে বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গের ভোটে মোট ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। সঙ্গের ছবি কোচবিহার গভর্নমেন্ট স্কুলের ভোটকেন্দ্রের।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r


No comments