সমুদ্র সৈকত নগরী মান্দারমণির উপকূলে শুরু হল চিস্তিয়া মিলন মেলা
আসছে খুশির ঈদ, তাই আলোয় সেজেছে মাজহার ও মসজিদ। এবার সমুদ্র সৈকত নগরী মান্দারমণির উপকূলে শুরু হল চিস্তিয়া মিলন মেলা। সর্বধর্ম সমন্বয়ের এই মিলন উৎসব। এবার ১৫ তম বর্ষে প…
সমুদ্র সৈকত নগরী মান্দারমণির উপকূলে শুরু হল চিস্তিয়া মিলন মেলা
আসছে খুশির ঈদ, তাই আলোয় সেজেছে মাজহার ও মসজিদ। এবার সমুদ্র সৈকত নগরী মান্দারমণির উপকূলে শুরু হল চিস্তিয়া মিলন মেলা। সর্বধর্ম সমন্বয়ের এই মিলন উৎসব। এবার ১৫ তম বর্ষে পদার্পণ করল চিস্তিয়া সার্বজনীন মিলন মেলা। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা তথা সভাপতি মীর মমরেজ আলি খান জানিয়েছেন, ধর্ম যে যার, আর উৎসব সবার। এখানে হিন্দু-মুসলমান-শিখ-ইশায় আমরা পরস্পর ভাই ভাই। পাঁচ দিন ধরে চলবে এই মেলা। রয়েছে শতাধিক স্টল। তবে সম্প্রীতির বার্তা দিতেই এই মিলন মেলা। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন মেলা দেখার জন্য সৈকত নগরী মান্দারমণির উপকূলে পর্যটক-সহ বহু দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলার কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা পারভিন, লক্ষীনারায়ণ জানা, মীর ইয়ার আলি, চিত্তরঞ্জন দাস, শেখ মুস্তাক আলি প্রমুখ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments