পুরী থেকে পশ্চিমবঙ্গ যাওয়ার সময় জাজপুর ওড়িশায় বাস দুর্ঘটনা 1) 5 জন নিহত এবং 44 জন আহত
জাজপুর বাস দুর্ঘটনায় আহত ৩২ জন ওড়িশা পশ্চিমবঙ্গের বাসিন্দা (এদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের) -20 জন সাধারণ আহত হয়েছেন ২) ৩টি মৃতদেহ শন…
পুরী থেকে পশ্চিমবঙ্গ যাওয়ার সময় জাজপুর ওড়িশায় বাস দুর্ঘটনা
1) 5 জন নিহত এবং 44 জন আহত
জাজপুর বাস দুর্ঘটনায় আহত ৩২ জন ওড়িশা পশ্চিমবঙ্গের বাসিন্দা (এদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের) -20 জন সাধারণ আহত হয়েছেন
২) ৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে-পুর্ব মেদিনীপুর থেকে
3) এডিএম এলআর (সুমন মোহান্তী অন্যান্য আধিকারিকদের সাথে বিষয়গুলি তদারকি করতে ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়েছেন
4) 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স, একটি সিভিল ডিফেন্স গাড়ি কর্মকর্তাদের সাথে ওড়িসার উদ্দেশ্যে রওনা হয়েছে
6) একটি মিনিবাসও কটকে পাঠানো হয়েছে যাত্রীদের (সামান্য আঘাত সহ) সেখানে বাড়ি ফিরে যেতে সহায়তা করার জন্য
7) পরিবার-পরিজনদের সাথে যোগাযোগের জন্য জেলা পর্যায়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
ওড়িশার স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই যাত্রীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। একঝলকে দেখে নিন সেই যাত্রীদের তালিকাটি-
১। ভরত মন্ডল – ২০ বছর – পূর্ব মেদিনীপুর
২। গৌতম মন্ডল – ৪০ বছর – পূর্ব মেদিনীপুর
৩। প্রণব বর্মণ – ২২ বছর – হলদিবাড়ি, খেজুরি, পূর্ব মেদিনীপুর
৪। গায়েত্রী মল্লিক – ৪২ বছর – পূর্ব মেদিনীপুর
৫। সম্রাট মাইতি – ২৩ বছর – পূর্ব মেদিনীপুর
৬। লাকি জানা – ৩৫ বছর – পূর্ব মেদিনীপুর
৭। গৌরি দুয়ারি – ৪৬ বছর – পূর্ব মেদিনীপুর
৮। চন্দন কুমার দাস – ৪০ বছর – নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর
৮। সিদ্দিক খান – ৪৮ বছর – পশ্চিম মেদিনীপুর
৯। মুনিকা মন্ডল – পশ্চিম মেদিনীপুর
১০। কানাই রায় – ৩৪ বছর – কোচবিহার
এছাড়াও বাকী যাত্রীরা অনেকেই ওড়িষার জাজপুর, ভদ্রক, জগৎসিংহপুর প্রভৃতি এলাকার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। সম্পূর্ণ তালিকাটি নীচে দেওয়া রইল।
No comments