প্রশাসনিক হস্তক্ষেপের দাবি! বন্ধ হয়ে যাওয়া বরদাবাড় সংলগ্ন টোপা ড্রেনেজ খালের অবশিষ্টাংশ সংস্কারের দাবী
কৃষক সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ন দেহাটী(৬ নম্বর জাতীয় সড়কের প…
প্রশাসনিক হস্তক্ষেপের দাবি! বন্ধ হয়ে যাওয়া বরদাবাড় সংলগ্ন টোপা ড্রেনেজ খালের অবশিষ্টাংশ সংস্কারের দাবী
কৃষক সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ন দেহাটী(৬ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া পাঁশকুড়া থেকে কোলাঘাট পর্যন্ত) মেন খাল সেচ দপ্তর সংস্কারে হাত না দিলেও অবশেষে ২০২৪ সালের শুরুতে ৬ কিমি দীর্ঘ টোপা ড্রেনেজ শাখা খাল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চলতি মরশুমে সংস্কার কাজ শুরু হয়েছিল। বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের পরমানন্দপুর থেকে শুরু হয়ে বর্তমানে বরদাবাড় বাজার এলাকার কো-অপারেটিভ পর্যন্ত সংস্কারের পর ঠিকাদার বেনিফিসিয়ারী কমিটির কাউকে না জানিয়ে ৩ রা এপ্রিল রাতে মেসিন নিয়ে চলে গিয়েছে। অথচ বাজার অংশে খাল সংস্কার করতে বাকী। খালের কয়েকটি জায়গায় ক্রশ বাঁধের মাটি তুলতে বাকী। ওই খালের অবশিষ্টাংশ সহ মেন খাল দেহাটী ও চাপদা-গাজই খাল সংস্কারের দাবীতে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণের উদ্দ্যেশ্যে আজ বিকালে উত্তর জিঞাদা হাইস্কুলে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের কৃষক সহ জনসাধারনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গোপাল সামন্ত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির সহঃ সভাপতি মধুসূদন বেরা। সভা থেকে সেচ দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার, জেলাশাসক, জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের নিকট স্মারকলিপি দেওয়ার কর্মসূচি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,টোপা ড্রেনেজ খালটি দিয়ে কোলাঘাট,পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ন অংশ সহ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের একটা অংশের সব মিলিয়ে প্রায় ৫০ টি মৌজার জল নিকাশী হয়। অথচ ওই খালের পূর্নাঙ্গ সংস্কার হোল না। আগামী বর্ষার পূর্বেই ওই অংশ সংস্কার করতে হবে।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments