SBSTC Bus Service: চালু হল হলদিয়া কলিকাতা ভায়া মহিষাদল নয়া সরকারি বাস, কলকাতা থেকে হলদিয়া ভাড়া কত, ছাড়বে কটায়?হলদিয়া যাওয়া এবার আরও সহজ। চালু হল সরকারি বাস পরিষেবা। এবার সরকারি বাস পরিষেবায় নয়া উদ্যোগ। পূর্ব মেদিনীপুরের হলদি…
SBSTC Bus Service: চালু হল হলদিয়া কলিকাতা ভায়া মহিষাদল নয়া সরকারি বাস, কলকাতা থেকে হলদিয়া ভাড়া কত, ছাড়বে কটায়?
হলদিয়া যাওয়া এবার আরও সহজ। চালু হল সরকারি বাস পরিষেবা। এবার সরকারি বাস পরিষেবায় নয়া উদ্যোগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত নয়া সরকারি বাস পরিষেবা। বুধবার থেকেই চালু হয়ে গেল এই নয়া বাস পরিষেবা। এসবিএসটিসির উদ্যোগে এই বাস পরিষেবা চালু হল এদিন থেকে। তবে আগে এই ধরনের বাস পরিষেবা চালু ছিল। কিন্তু ক্রমে সেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এই বাস চালু করার ব্যাপারে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল সুত্রে জানা যায়, অবশেষে ফের চালু হল সেই বাস পরিষেবা। হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত আসবে এই সরকারি বাস। মাঝে চৈতন্যপুর, মহিষাদল. তমলুক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে এই বাস যাবে। এদিকে দীর্ঘদিন ধরে এই রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। তবে ফের সেই বাস পরিষেবা চালু হয়ে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
আপাতত একটি বাস চালু করা হয়েছে। ধাপে ধাপে বাস এই অন্যান্য রুটে চালানো হবে। এই বাসে কত যাত্রী হচ্ছে তার উপর নির্ভর করে আরও বাস ছাড়া হবে কলকাতা বা হলদিয়া থেকে। মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী এই নতুন পরিষেবার সূচনা করেছেন। পরিবহণ দফতরের অনুমোদন সাপেক্ষে এই নয়া বাস পরিষেবা চালু হয়েছে। বুধবার হলদিয়া থেকে এই বাস পরিষেবা চালু হয়েছে। সূত্রের খবর, প্রতিদিন সকাল ৯টায় হলদিয়া থেকে এই বাসটি ছাড়বে। এরপর সেটা দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্য়ে বাসটি কলকাতায় পৌঁছবে। আবার কলকাতা থেকে দুপুর ২টো নাগাদ বাসটি কলকাতা ছেড়ে হলদিয়ার দিকে চলে যাবে। সেই বাসটি কলকাতা থেকে হলদিয়ায় যেতে সময় লাগবে ঘণ্টা তিনেক থেকে সাড়ে তিনঘণ্টা। অর্থাৎ সন্ধ্যা ৫ টা থেকে ৬টার মধ্য়েই এই বাস পৌঁছে যাবে হলদিয়ায়। এই বাস পরিষেবা চালুর জেরে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। সাধারণ মানুষ এই বাস পরিষেবা কবে থেকে চালু হবে তা নিয়ে অধীর প্রতীক্ষা করছিলেন। অবশেষে সেই বাস পরিষেবা চালু হল।
১৫ ই মার্চ হলদিয়া কলকাতা ভায়া মহিষাদল বাসটি সকাল আটটা দশে মহিষাদল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে নতুন টাইম সকাল ৮:১০ থেকে ৮- ১৫ এর মধ্যে মহিষাদল বাজার ক্রস করবে। মাননীয় বিধায়ক সাহেবের অনুরোধে বাসটির সময়সূচি পরিবর্তন করা হলো।হলদিয়া থেকে কলকাতা যাওয়ার জন্য এই বাসে ভাড়া লাগবে মাথাপিছু ১০৯ টাকা। ঘণ্টা তিনেকের মধ্য়েই এই বাস পৌঁছে যাবে হলদিয়া থেকে কলকাতা। সব মিলিয়ে সময় লাগতে পারে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।অন্যদিকে দুপুরের দিকে যে বাসটি ছাড়বে কলকাতা থেকে সেটা হলদিয়ায় পৌঁছবে সন্ধ্যাবেলা।
No comments