সাংবাদিক বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল
মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে ১৭ ই মার্চ আসন্ন সাধারণ লোকসভা নির্বাচন সম্পর্কে জেলার সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক তানভীর আফজল। …
সাংবাদিক বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল
মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে ১৭ ই মার্চ আসন্ন সাধারণ লোকসভা নির্বাচন সম্পর্কে জেলার সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক তানভীর আফজল। তিনি জানান তমলুক -৩০, কাঁথি- ৩১, ঘাটাল -৩২ ও মেদিনীপুর- ৩৪ এই চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নমিনেশনের তারিখ ২৯ এপ্রিল ২০২৪, শেষ দিন ৬ মে ২০২৪, সোমবার। মনোনয়ন প্রার্থীদের যাচাই বা বাছাইয়ের শেষ তারিখ ৭ মে ২০২৪, মঙ্গলবার এবং প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে ২০২৪, বুধবার। ভোট গ্রহণ বা দেওয়ার তারিখ ২৫ মে- ২০২৪ ,শনিবার। ইং ২২ জানুয়ারি ২০২৪, তারিখে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৩০ তমলুক লোকসভা পিসি কেন্দ্রে ভোটারের সংখ্যা পুরুষ-৯ লক্ষ ৪৬ হাজার ৫২০ জন, মহিলা ভোটার ৯ লক্ষ ১ হাজার ৩৯৩ জন এবং তৃতীয় লিঙ্গ ২৯ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৪৭ হাজার ৯৫২ জন।
কাঁথি লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটার ৯ লক্ষ্য ২১ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন এবং তৃতীয় লিঙ্গ ১৩ জন ভোটার। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৯৫ হাজার ৭১৩ জন। ইং ১ জানুয়ারি, ২০২৩ এবং ইং ১ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে ১৮-১৯ বছর বয়সী তরুণ নির্বাচকদের তালিকাভুক্ত ভোটার সংখ্যা- ৩০ তমলুক (পিসি) লোকসভা কেন্দ্রে ৫৬ হাজার ৯৯৮ জন এবংসিনিয়র সিটিজেন (৮৫+) ভোটার সংখ্যা ১২ হাজার ৯০২ জন এবং পি.ডব্লিউ.ডি (PWD) নির্বাচকদের ভোটার সংখ্যা ১৩ হাজার ০৭৬ জন। ৩১কাঁথি (পিসি )লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৩ হাজার ৫ ৬২ জন এবং সিনিয়র সিটিজেন ভোটার সংখ্যা ১৪ হাজার৫৬৪ জন এবং পি.ডব্লিউ.ডি (PWD) নির্বাচকদের সংখ্যা-১১ হাজার ৪৪১ জন। জেলাশাসক আরও জানান ,ভোটকেন্দ্রে ভোটারদের সনাক্তকরণের জন্য ভোটারকে তার EPIC কার্ড নিয়ে যেতে হবে । যদি কোন ভোটারের EPIC এপিক কার্ড মিসিং হয়ে যায় অর্থাৎ হারিয়ে যায়। তাহলে সে ভোটকেন্দ্রে তার শনাক্তকরণের জন্য আধার কার্ড, প্যান কার্ড ,ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সেভিংস বই, MGNREGA ১০০ দিনের জব কার্ড ইত্যাদি নিয়ে যেতে হবে । এদিনের জেলাশাসকের সাংবাদিক বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলাশাসক দিব্যা মেরুগেশন , অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বৈভব চৌধুরী ও জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক মহুয়া মল্লিক প্রমূখ।
No comments