সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন হলদিয়ার শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কেভারতের রাজধানী দিল্লিতে সাহিত্য একাডেমী প্রায় ২৪ জন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি আসন অলংকৃত করেন প্রতিভা রায় সভাপতি জ্ঞানপীঠ পুরস্কার কমিটি…
সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন হলদিয়ার শিক্ষক টুরিয়া চাঁদ বাস্কে
ভারতের রাজধানী দিল্লিতে সাহিত্য একাডেমী প্রায় ২৪ জন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি আসন অলংকৃত করেন প্রতিভা রায় সভাপতি জ্ঞানপীঠ পুরস্কার কমিটি, বিশেষ অতিথি আসন অলংকৃত করেন একাডেমির সহ-সভাপতি তথা সাহিত্য একাডেমির অন্যতম কুমুদ শর্মা ও সভাপতি এর সম্মানীয় মাধব কৌশিক ও সচিব কে শ্রীনিবাস রাম উপস্থিত ছিলেন । বিভিন্ন ভারতীয় ভাষার ২৪ জন সাহিত্যিককে এই সভা থেকে সাহিত্য একাডেমী পুরস্কৃত করা হয়| হলদিয়ার শিক্ষক দিল্লির কবিতিকা থেকে প্রকাশিত সাঁওতালি ভাষার বই ' জবা বাহা'-র জন্য টি সি বাস্কে সাহিত্য অকাদেমি পুরস্কার গ্ৰহণ করেন।
No comments