Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিবরাত্রিতে ফুল ফলের বাজার অগ্নি মূল্য

শিবরাত্রিতে ফুল ফলের বাজার অগ্নি মূল্য
আজ, শুক্রবার শিবরাত্রি। শহরের বড় বড় শিব মন্দিরে ভক্তরা বাবার মাথায় বিভিন্ন ফল‑ফুল দিয়ে জল ঢালবেন। আর সে কারণে অগ্নিমূল্য শহরে বিভিন্ন ফল‑ফুল বাজার। দামের ছ্যাঁকায় অনেককেই দেখা যায়, নিজেদের সা…

 


শিবরাত্রিতে ফুল ফলের বাজার অগ্নি মূল্য


আজ, শুক্রবার শিবরাত্রি। শহরের বড় বড় শিব মন্দিরে ভক্তরা বাবার মাথায় বিভিন্ন ফল‑ফুল দিয়ে জল ঢালবেন। আর সে কারণে অগ্নিমূল্য শহরে বিভিন্ন ফল‑ফুল বাজার। দামের ছ্যাঁকায় অনেককেই দেখা যায়, নিজেদের সাধ্যের মধ্যে পুজোর আয়োজনের জোগাড় করে বাড়ি ফিরতে। শিবরাত্রি আয়োজনে সবচেয়ে প্রয়োজনীয় বেল ও বেলপাতা, আকন্দ ফুলের মালা ও ধুতরো ফল ও ফুল।  বৃহস্পতিবার শহরের বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, পুজোর সেই সামগ্রীর দাম বেশ চড়া। ছোট আকন্দ কুড়ির মালার দাম ছিল ১৫‑২০ টাকা। ধুতরো ও কাটা ফল বিক্রি হয়েছে প্রতিপিস ১০ টাকা দামে। বড় গাঁদার মালা কোথাও ৩০, আবার কোথাও ৪০ টাকা দামে বিক্রি হয়েছে।  ছোট রজনীগন্ধা দিয়ে  পিস প্রতি গাঁদার মালার দাম ছিল ১০ টাকা। আর ২০ টাকার কমে কোথাও মিলছিল না একমুঠো কুচো ফুলও। গোলাপ লাগানো প্রমাণ সাইজের রজনীগন্ধা মালার দাম ছিল বেশ চড়া। কোথাও ৮০‑১০০ টাকা। আবার কোথাও ১২০ টাকাতেও তা বিক্রি হয়।  

রীতি অনুযায়ী পুজো উপাচার সেরে সাবু আর ফলার করেন ভক্তরা।  এদিনের বাজারে প্রতি কেজি শশার দাম ছিল ৫০‑৬০ টাকা। বড় বেল ৩০‑৩৫ টাকা। মাঝারি ২০‑২৫ টাকা। ছোট বেল ১০‑১৫ টাকায় বিক্রি হচ্ছে। নারকেল কুলের দর ছিল কোথাও ৫০, আবার কোথাও ৬০ টাকা কেজি। আপেল ১২০‑১৪০ টাকা কেজি, শাঁখ আলু ৪০‑৫০ টাকা দরে বিকিয়েছে। কাঠালি কলা প্রতি পিসের দাম ছিল ৬‑৭ টাকা। তরমুজ কেজি প্রতি ৪০‑৫০ টাকায় এবং কমলা লেবু প্রতি পিস ১০‑১৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি পিস ডাব কোথাও ৫০ আবার কোথাও ৬০ টাকা দামে বিক্রি হয়। আঙুরের দাম ছিল ১০০‑১২০ টাকা কেজে।

ফলের বাজারে হলদিয়া দুর্গাচাকে কবিতা  বলেন, ‘শিবের মাথায় জল ঢেলে প্রতিবছরই সাবু‑কলা, ফল ও বেলের শরবত খেয়ে থাকি। কিন্তু ফলের দাম বেশি হওয়ায় সামান্য দু’চারটি ফল কিনেই এবার ক্ষান্ত হতে হয়েছে।’ হলদিয়া টাউনশিপ স্বাথী চক্রবর্তী  বলেন, ‘২০ টাকা দিয়ে আকন্দ ফুলের ছোট মালা কিনতে বেশ গায়ে লাগছে। কিন্তু কী আর করা যাবে! মালা কিনেছি। দামের ঝাঁঝে ধুতরো ফুল কিনতেই পারিনি।’ হলদিয়া ব্রজলাল চকের বাসিন্দা চন্দ্রানী মিদ্যা বলেন,‘ শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢেলে ডাব খেয়ে থাকেন। কিন্তু দামের কারণে এবার আর ডাব কেনা হল না। বেল ও অল্প কিছু ফল কিনেই থামতে হয়েছে।’ 

No comments