ভোট প্রচার করেন সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জীলোকসভা নির্বাচন- ২০২৪,রাজ্যে ৭ দফায় নির্বাচন,প্রথম দফার নির্বাচন,১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,দ্বিতীয় দফার নির্বাচন,২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট…
ভোট প্রচার করেন সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জী
লোকসভা নির্বাচন- ২০২৪,রাজ্যে ৭ দফায় নির্বাচন,
প্রথম দফার নির্বাচন,১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,দ্বিতীয় দফার নির্বাচন,২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট,তৃতীয় দফার নির্বাচন,৭ মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর,চতূর্থ দফার নির্বাচন,১৩ মে – রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল,পঞ্চম দফার নির্বাচন,২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,ষষ্ঠ দফার নির্বাচন,২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল,সপ্তম দফার নির্বাচন,-১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর,লোকসভা নির্বাচনের ফলাফল ৪ জুন ২০২৪ মঙ্গলবার,
তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঘোষণার পর হলদিয়ায় প্রথম ভোট প্রচারে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জী। হলদিয়া চৈতন্য পুর বাজারে মিছিল করেন। সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। মিছিলে নেতৃত্ব দেন চৈতন্যপুর এরিয়া কমিটির অন্যতম নেতৃত্ব অশোক কুমার পাত্র উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক ও অচিন্ত্য শাসমল।
No comments