ভোটের দিন ছুটি ঘোষণা রাজ্যের
রাজ্যে সাত দফা ভোটের দিন এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কেন্দ্রগুলিতে যে দিন ভোট থাকবে সেদিন ছুটি থাকবে। সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত…
ভোটের দিন ছুটি ঘোষণা রাজ্যের
রাজ্যে সাত দফা ভোটের দিন এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কেন্দ্রগুলিতে যে দিন ভোট থাকবে সেদিন ছুটি থাকবে। সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত সহ বিভিন্ন স্বশাসিত সংস্থার দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। দোকান, বাণিজ্য ও শিল্প সংস্থা (চা বাগান সহ) প্রভৃতি বেসরকারি মালিকানাধীন সংস্থায় ভোটের দিন বিশেষ ছুটি দেওয়ার বিষয়ে শ্রমদপ্তর পৃথক বিজ্ঞপ্তি জারি করবে। প্রসঙ্গত রাজ্য সরকার এনআই অ্যাক্টে ছুটি দিলে তা ব্যাঙ্ক সহ অনেক বেসরকারি সংস্থাও কার্যকর করে। রাজ্যে সাত দফার যে ভোট হচ্ছে তার শেষ দু’টি দফা (২৫ মে এবং পয়লা জুন) শনিবার পড়েছে। শনিবার সরকারি অফিস, সংস্থাগুলি সাধারণত ছুটি থাকে। অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও কর্মীর বাসস্থান ও কর্মস্থল পৃথক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়লে এবং সেখানে আলাদা দিনে নির্বাচন হলে তিনি ভোট দেওয়ার জন্য আরও একটি ছুটি পাবেন। শ্রমদপ্তর ভোটের দিনের ছুটির বিষয়ে যে নির্দেশিকা জারি করে সেখানেও সাধারণত এই বিষয়টির উল্লেখ থাকে। কোথাও পুনরায় ভোটের নির্দেশ দেওয়া হলেও বিশেষ ছুটি দিতে হবে বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যে সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গা ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হবে সেখানে ভোটের আগের দিন ছুটি থাকবে। তবে দু’টি দফায় সোমবার ভোট হওয়ার কারণে এই ছুটি দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ আগের দিন রবিবার হওয়ায় এমনিতেই সেখানে ছুটি থাকবে। এর পাশাপাশি ভোট প্রক্রিয়া মিটতে অধিক রাত হয়ে ভোটকর্মীরা পরের দিন অতিরিক্ত একটি ছুটি পাবেন।
No comments