ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/7XkEqxZudVcবসন্তের সন্ধ্যায় নিখোঁজ গৃহবধূপূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড চকদ্বীপা গ্রামে মৌসুমী মাইতি গত ২৫ মার্চ হোলি পূর্ণিমার দিন সন্ধের সময় বাড়ি থেকে ব্রজলাল চক …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7XkEqxZudVc
বসন্তের সন্ধ্যায় নিখোঁজ গৃহবধূ
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড চকদ্বীপা গ্রামে মৌসুমী মাইতি গত ২৫ মার্চ হোলি পূর্ণিমার দিন সন্ধের সময় বাড়ি থেকে ব্রজলাল চক হাই রোডে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সূত্রে জানা যায় পরিবারের পক্ষ থেকে চারিদিকে খোঁজাখুঁজি করাহয়। আত্মীয় পরিজনের বাড়িতেও কিন্তু কোথাও খোঁজ না পাওয়ায় ২৬শে মার্চ হলদিয়া ভবানীপুর থানা অভিযোগ দায়ের করেন। মৌসুমী মাইতি স্বামী দেবব্রত মাইতি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আমার স্ত্রী নাম-মৌসুমী মাইতি, বয়স ৩২ উচ্চতা-৫ ফুট, গায়ের রং শ্যামবর্ণ পরনে ছিল ব্লু রঙের হলুদ ছাপা শাড়ি পায়ে কালো রঙের চামড়ার চপল মাথার চুল মাঝারি, ওজন ৬০ কেজি মুখমণ্ডল গোলাকার। যদি কোন ব্যক্তি আমার স্ত্রীকে দেখতে পান অবশ্যই ভবানীপুর থানাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments