Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনী আচরণের ১২ বিধি মানতে হবে প্রার্থীদের

নির্বাচনী আচরণের ১২ বিধি মানতে হবে প্রার্থীদেরহতে পারেন, সরকারি ক্ষেত্রে
সাময়িক নিয়োগ বন্ধ করা হয়।লোকসভা নির্বাচনের দিন  ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে র গেল নির্বাচনী আচরণবিধি (এমসিসি)। স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণে নির্দেশিকা জ…

 



নির্বাচনী আচরণের ১২ বিধি মানতে হবে প্রার্থীদের

হতে পারেন, সরকারি ক্ষেত্রে


সাময়িক নিয়োগ বন্ধ করা হয়।

লোকসভা নির্বাচনের দিন  ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে র গেল নির্বাচনী আচরণবিধি (এমসিসি)। স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণে নির্দেশিকা জারির পর থেকে প্রার্থী, রাজনৈতিক দলগুলিকে মানতে হবে কিছু বিধি। ফল ঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। বিধিগুলো হল-১. প্রার্থীরা কোনও আর্থিক অনুদান দিতে পারেন না। ২. সরকার কোনও জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারে না। ৩. ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে না। ৪. প্রশাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত (যেমন সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করার) কোনও প্রতিশ্রুতি দিতে পারে না। ৫. ভোটাররা যাতে প্রভাবিত না হয়।

 ৬.কোনও মন্ত্রী বা প্রার্থী তহবিলথেকে অনুদান মঞ্জুর করতে ওখরচ করতে পারবেন না। ৭.প্রচারের জন্য সরকারি পরিবহণ,যন্ত্র, নিরাপত্তারক্ষী ব্যবহার করাযাবে না। ৮. পুরসভাকে সকলপ্রার্থী, রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গাব্যবহার করতে দিতে হবে। সকল প্রার্থী বা রাজনীতিকের ক্ষেত্রে একই শর্ত রাখতে হবে। পক্ষপাতিত্ব করা চলবে না। ৯. ভোটের কাজে কোনও সরকারি ডাকবাংলো, বিশ্রামাগার বা অন্য সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। কোনও দল বা প্রার্থী তা পারবে না। ১০. সরকারি সংবাদমাধ্যম শাসকদলের হয়ে কোনও প্রচার বা পক্ষপাতদুষ্ট খবর পরিবেশন করতে পারবে না। ১১. ভোটারদের প্রভাবিত করতে কারও বা কোনও জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না। ১২. ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া, গুজব ছড়ানো

যাবে না। ১৯৬০ সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল। ওই ভোটে সাফল্যের পর ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে গোটা দেশে এই বিধি জারি করে নির্বাচন কমিশন। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনের সময় থেকে কমিশন সিদ্ধান্ত নেয়, গোটা দেশে আরও কড়াভাবে জারি করা হবে আচরণবিধি। তার আগে বারবার এই আচরণবিধি লঙ্ঘন এবং দুর্নীতির কারণেই ওই সিদ্ধান্ত নেয় কমিশন। -

No comments