Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারা ভারতীয় নাগরিক?

দেশজুড়ে জারি হল নাগরিক তো আইন সি এ এ আবেদন কিভাবে করবেন তার আগেই জেনে নিন আবেদন করতে কি কি করবেন! প্রকৃত তথ্য জানতে হলে haldiabandar.in পড়তে হবে।কারা ভারতীয় নাগরিক? ১৯৫০সালে ২৬ শে জানুয়ারি থেকে ১৯৮৭সাল ৭ ই জানুয়ারি পর্যন্ত য…



দেশজুড়ে জারি হল নাগরিক তো আইন সি এ এ আবেদন কিভাবে করবেন তার আগেই জেনে নিন আবেদন করতে কি কি করবেন! প্রকৃত তথ্য জানতে হলে haldiabandar.in পড়তে হবে।

কারা ভারতীয় নাগরিক? ১৯৫০সালে ২৬ শে জানুয়ারি থেকে ১৯৮৭সাল ৭ ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, তাদের বাবা-মায়ের নাগরিকত্ব কি দেখা হয় না। ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা-মায়ের নাগরিকত্ব ভারতীয় হলেই তবেই তারা ভারতীয়।

২০০৪ এ পর যারা জন্মেছে তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যেকোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই তিনি ভারতীয় নাগরিক। আবেদন করা যাবে অনলাইনে, সরকারি  ওয়েবসাইটে তথ্য অনুযায়ী যারা আবেদন করবেন।

 আবেদন করা যাবে অনলাইনে।

আবেদনের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম, যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এলে তার জন্য আলাদা ফর্ম, আবার বাবা  মা ভারতীয় বলে দাবি করতে চান তাদের জন্য পৃথক আলাদা ফর্ম রয়েছে। এইরকম সাত ধরনের আবেদন করার ফর্ম রয়েছে।

আবেদন করার জন্য কি কি লাগবে?

বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। আবেদন করার জন্য কি কি লাগবে?

১) বৈধ বিদেশী পাসপোর্ট, ২) বাসস্থানের পারমিট , ৩) বাবা-মায়ের জন্ম জন্মের প্রশংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, ৪) ৫০০ টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জমা করতে হবে , ৫) আবেদনকারীর স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, ৬) বিয়ে সংস্থাপত্র অথবা ম্যারেজ সার্টিফিকেট, ৭) ভিন দেশ থেকে এলে ভারতের বসবাসকারী বিদেশী নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনে সার্টিফিকেট থাকতে হবে, ৮) ভারতের যেকোনো একটি ভাষায় জ্ঞানের প্রমাণ হিসেবে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থাপত্র অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে ,৯) আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকেই।

কোথায় আবেদন করবেন?

Indiancitizenshiponline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে  অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এই প্রক্রিয়া রাষ্ট্র মন্ত্রকের অধীনে এই প্রক্রিয়ায় ফরম ফিলাপ করে জেলার ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দেওয়া যাবে। সৌজন্যে www. Haldiabandar.in



No comments