Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্ৰামীন সাধারণ চিত্রকর পরিবারের অজানা অসাধারণ সৃজনশীল প্রতিভা অন্বেষণ

গ্ৰামীন সাধারণ চিত্রকর পরিবারের অজানা অসাধারণ সৃজনশীল প্রতিভা অন্বেষণ

ছবি লাল পাল হলদিয়া: সুতাহাটা ব্লকের চৈতন্যপুর গ্ৰাম পঞ্চায়েত এর আকুবপুর গ্ৰামের উদ্যোগমুখী সৃজনশীল প্রতিভা সম্পন্ন মানবসম্পদ স্বর্গত রজনীকান্ত চিত্রকর মহাশয় …

 


গ্ৰামীন সাধারণ চিত্রকর পরিবারের অজানা অসাধারণ সৃজনশীল প্রতিভা অন্বেষণ



ছবি লাল পাল হলদিয়া: সুতাহাটা ব্লকের চৈতন্যপুর গ্ৰাম পঞ্চায়েত এর আকুবপুর গ্ৰামের উদ্যোগমুখী সৃজনশীল প্রতিভা সম্পন্ন মানবসম্পদ স্বর্গত রজনীকান্ত চিত্রকর মহাশয় ১৯৬৫ সালে পশ্চিম বঙ্গের পটচিত্র বিষয়ে অসাধারণ কাজ করে তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। ১৯৬৮ সালে বিধাতার অদৃশ্য স্পর্শে অকাল বিয়োগ হয়েছেন। তিনার চার জন পুত্রের নাম শিরীষ, সুবোধ, শম্ভু, রমানাথ ও একমাত্র কন্যা বাতাসী। এদের মধ্যে জৈষ্ঠ্য পুত্র পিতার আশীর্বাদ বর্ষিত হয়েছে তিনি  মাটির মুর্তি গড়ে সৃজনশীল প্রতিভার দৃষ্টান্ত স্থাপন এর নিদর্শন হিসেবে ১৯৬৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন মহোদয়ের নিকট থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত। ঐ পরিবারের সদস্যদের অনেকেই ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে। রজনীকান্ত চিত্রকর মহাশয় এর কনিষ্ঠ পুত্র রমানাথ চিত্রকর মহাশয় এর কনিষ্ঠ পুত্র ( নাতি) সুদীপ্ত চিত্রকর প্রতিভা সম্পন্ন চিত্রশিল্পী। রজনীকান্ত চিত্রকর মহাশয় এর দ্বিতীয় পুত্র সুবোধ চিত্রকর মহাশয় এর দ্বিতীয় পুত্র আশীষ চিত্রকর কৃষি উৎপাদিত ফসল উপর সৃজনশীল প্রকৌশলী পরামর্শদাতা এবং বর্তমান এ চৈতন্যপুর গ্ৰাম পঞ্চায়েত জন প্রতিনিধি। আগামী দিনে সাধারণ মানুষের কল্যাণে অসাধারণ কাজ করে নিজ জন্মভূমি কে আদর্শ গ্ৰাম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে ঐকান্তিক, উপলদ্ধি করলাম। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রতিষ্ঠিত কোম্পানির সামাজিক দায়বদ্ধতা প্রকল্প অনুমোদন পেয়ে কাজকর্মে সাফল্য আনতে স্বেচ্ছায় সোনার তরী নামে সামাজিক প্রতিষ্ঠান নির্মান করেছেন। আগামী দিনে সার্বিক উন্নয়নের জন্য সমাজ কর্ম বিশেষজ্ঞদের সমবেতভাবে সহমর্মিতা কামনা করেন।



নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r


No comments