Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন

সরাসরি মুখ্যমন্ত্রী' নম্বরে ফোন, পথশ্রী প্রকল্পে আড়াই কৈাটির স্কিম পেয়ে ছিল মহিষাদলের পঞ্চায়েত!নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধনসরাসরি মুখ্যমন্ত্রী' ফোন নম্বরে আবেদন জানিয়ে পথশ্রী প্রকল্পে প্রায় আ…

 


সরাসরি মুখ্যমন্ত্রী' নম্বরে ফোন, পথশ্রী প্রকল্পে আড়াই কৈাটির স্কিম পেয়ে ছিল মহিষাদলের পঞ্চায়েত!নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন

সরাসরি মুখ্যমন্ত্রী' ফোন নম্বরে আবেদন জানিয়ে পথশ্রী প্রকল্পে প্রায় আড়াই কোটি টাকার রাস্তার স্কিম পেয়েছিল মহিষাদলের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত। হলদিয়া মহকুমায় একটি গ্রাম পঞ্চায়েতের এত টাকার স্কিম 'উপহার' পাওয়ার নজির আর নেই। এই প্রকল্পে দু'টি বড় রাস্তা সহ ছ'টি রাস্তা তৈরি হবে। সেইসঙ্গে সেচের সুবিধার জন্য ঘাসিমারা নিকাশি খাল সংস্কার করবে গ্রাম পঞ্চায়েত।

প্রসঙ্গত,একটি ২.৬ কিমি ঢালাই রাস্তার কাজ শুরুর মুখে। গেঁওখালি বাসস্ট্যান্ড থেকে দ্বীপা ডাকারি প্রকল্পের পাশ দিয়ে ভূঁইয়াসুড়া পর্যন্ত রাস্তাটি যাবে। এজন্য খরচ হবে ৯৭ লক্ষ ৭৫ হাজার টাকা। হিজলি টাইডাল ক্যানেলের সমান্তরাল ওই রাস্তাটি মৎস্যচক, মধ্য নাটশাল ও উত্তর নাটশাল, তিনটি বুথের মধ্যে দিয়ে গিয়েছে। ওই তিনটি বুথে পঞ্চায়েত ভোটে জিতেছে বিজেপি। হুগলি, রূপনারায়ণ ও দামোদর নদের সংযোগস্থল হওয়ায় গেঁওখালি ত্রিবেণীসঙ্গম পর্যটনকেন্দ্র নামে পরিচিত। পাশেই রয়েছে হেরিটেজ পর্যটনকেন্দ্র পর্তুগিজ খ্রিস্টানপল্লি মিরপুর। পর্তুগিজপাড়া ও আশপাশের গ্রাম গেঁওখালি বাজারের সঙ্গে যুক্ত করতে পথশ্রী- ৩ প্রকল্পে ২৬ লক্ষ টাকা খরচে রাস্তা তৈরি হচ্ছে। এছাড়া, বড়চাঁদপাত্র পুল থেকে স্বপনকুমার ধাড়ার বাড়ি সংলগ্ন এলাকা পর্যন্ত প্রায় এক কিমি ঢালাই রাস্তার কাজ জোরকদমে চলছে। আরও কয়েকটি রাস্তার কাজ হবে।

তৃণমূল পরিচালিত নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা বলেন, গ্রাম পঞ্চায়েত এলাকায় দলমতনির্বিশেষে সমস্ত এলাকার উন্নয়নে আমরা জোর দিয়েছি। দু'শো বছরেরও বেশি আগে আরাকানের মগ জলদস্যুদের অত্যাচার থেকে বাঁচতে মহিষাদলের রানি জানকী দেবী পর্তুগিজ গোলন্দাজ নিয়োগ করেন। তাদের বসতির জন্য মীরপুরে নিষ্কর জমি দান করেন। রথা, তেসরা, পেরেইরা পদবিধারী সেই পর্তুগিজরা এখন বাঙালি হয়ে উঠেছেন। ওই এলাকায় ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দু'টি গির্জাও রয়েছে। প্রতি বছর ওই পর্তুগিজ খ্রিস্টানপল্লিতে এক সপ্তাহের মেলা বসে। সারা বছরই পর্তুগিজপাড়ায় পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। ইদানীং ওই পল্লিতে হোমস্টে চালু হয়েছে। স্থানীয় বাসিন্দারা গেঁওখালি থেকে সরাসরি মীরপুরে যাতায়াতের জন্য রাস্তার আবেদন করেন 'সরাসরি মুখ্যমন্ত্রী' ফোন নম্বরে। এক ফোনেই বাজিমাত। মাস দুয়েক আগে 'সরাসরি মুখ্যমন্ত্রী' নম্বরে ফোন করে রাস্তার আবেদন জানান নাটশালের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তাঁরা বলছেন, ২০ বছর ধরে হাজার চেষ্টা করেও যে কাজ হয়নি, মুখ্যমন্ত্রীকে এক ফোনেই তার সুরাহা হয়েছে। রাতারাতি স্কিম অনুমোদনের পর আজ ৩ রা ফেব্রুয়ারি রবিবার মহিষাদল বিধানসভার অন্তর্গত নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রী কে ফোন করে তাদের অভিযোগে কথা বলেছিলেন । সেই অনুযায়ী ঢালাই রাস্তার অনুমোদন দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী ৩

 উন্নয়নের পথ বাংলার শপথ সারা রাজ্য জুড়ে প্রায় ১২০০০ কিমিরাস্তা নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের এক অনন্য প্রয়াস। অনুমোদন প্রাপ্ত রাস্তা  নাটশাল১ নম্বর গ্রাম পঞ্চায়েত মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত রাস্তা প্রকল্পে উদ্বোধন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী উপস্থিত উপস্থিত নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা প্রমূখ।

No comments