Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও শিশু পাচার রোধ, প্রতিবন্ধীদের অধিকার ও আইন! সচেতনতামূলক আলোচনা সভা

নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও শিশু পাচার রোধ, প্রতিবন্ধীদের অধিকার ও আইন! সচেতনতামূলক আলোচনা সভা 
নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ, শিশু পাচার, প্রতিবন্ধীদের অধিকার ও আইন -২০১৬ নিয়ে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতিতে সচেতনতামূলক আলোচনা সভা।…

 


নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও শিশু পাচার রোধ, প্রতিবন্ধীদের অধিকার ও আইন! সচেতনতামূলক আলোচনা সভা 


নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ, শিশু পাচার, প্রতিবন্ধীদের অধিকার ও আইন -২০১৬ নিয়ে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতিতে সচেতনতামূলক আলোচনা সভা। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছিলেন জেলাশাসক তানভীর আব্দুল এই ধরনের ছোট আলোচনা বৃহৎ আলোচনায় সাধারণ লোকসভা নির্বাচনের পর সারা জেলা ব্যাপী প্রচার ও আন্দোলন গড়ে তোলা হবে।

 নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে নিমতৌড়ীতে নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও শিশু পাচার রোধ, প্রতিবন্ধীদের অধিকার ও আইন -২০১৬ নিয়ে গতকাল এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে এই আলোচনা সভার শুভ সূচনা হয়।  জেলা আইনি  পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সমরেশ বেরা এবং ইউনিসেফের পক্ষ থেকে জেলা কো-অর্ডিনেটর মৃণালকান্তি ভট্টাচার্য, CWC-এর চেয়ারম্যান জীবানন্দ দাস প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে জানান, জেলাতে শিশু পাচার ও বাল্যবিবাহ অসম্ভব ধরনের বেশি হচ্ছে। এটা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়গুলোতে বেশি বেশি সচেতনতামূলক অভিযান, ছাত্র-ছাত্রীদের দিয়ে নাটক , অভিনয়, প্রচারপত্র বিলি করে অভিভাবকদের সজাগ করতে হবে। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও অনেক বেশি তৎপর হওয়ার আহ্বান জানান তাঁরা।  নারী ক্ষমতায়ন নিয়ে প্রোজেক্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। 

          বক্তব্যে সমরেশবাবু জানান, দেশে মেয়েদের জন্য নতুন আইন হচ্ছে তাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। অত্যাচার, নিপীড়ন, বঞ্চনার শিকার  হচ্ছেন মেয়েরা। পুলিশ প্রশাসন সজাগ আছে। তবে সকলকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, "কোন সমস্যা হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের তরফ থেকে বিনা পয়সায় সকল রকম আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া হয়। "

তিনি আরও জানান, নতুন আইনে ২১ ধরনের মানুষকে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে মানবিক পেনশন, অভিভাবকত্ব, সহায়ক যন্ত্র দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আগামী দিনে আরো অনেক  পরিকল্পনা জেলাশাসক নিচ্ছেন - যাতে প্রতিবন্ধীরা তাদের অধিকার সহজে পান। মানসিক প্রতিবন্ধীদের আধার কার্ড পাওয়ার সমস্যা রয়েছে। জেলা প্রশাসন নির্বাচনের পর বিশেষ শিবির করে আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন।


আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments