সমবায় ভোটে জয়জয়কার বিজেপিরলোকসভা ভোটের মুখেই ধাক্কা খেল তৃণমূল। সমবায় ভোটে জয়জয়কার বিজেপির। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেখানেই ১২টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম…
সমবায় ভোটে জয়জয়কার বিজেপির
লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেল তৃণমূল। সমবায় ভোটে জয়জয়কার বিজেপির। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেখানেই ১২টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৫ জন। মোট ৫টি গ্রাম পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমতির অন্তর্ভুক্ত।
বিজেপি ৮টি আসনে জয়লাভ করেছে। আর তৃণমূল কংগ্রেস ৪টি আসনে জয় লাভ করেছে। উত্তম বারিক বলেন, নির্বাচনের মুখে এটা হওয়া বাঞ্ছনীয় নয়।
No comments