তৃণমূলের ঘর ভাঙলো বিরোধীদল বিজেপি
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকা সুতাহাটার মণ্ডপ প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপসী মন্ডল উপস্থিত …
তৃণমূলের ঘর ভাঙলো বিরোধীদল বিজেপি
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকা সুতাহাটার মণ্ডপ প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপসী মন্ডল উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি জেলা নির্বাচন কমিটির নেতৃত্ব সোমনাথ ভূঁইয়া। সভাতেই শিল্প তালুক হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত সুতাহাটা বাজারে মণ্ডপ প্রেক্ষাগৃহে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস মাইতি সহ একাধিক তৃণমূল কর্মী।
প্রসঙ্গত, জেলা আইএনটিইউসি সভাপতি তাপস মাইতি এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাপস মাইতি সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভিত্তিতে তাপস মাইতিকে গ্রেপ্তার করেছিল সুতাহাটা থানার পুলিশ পরবর্তীকালে তিনি তৃণমূলের সংগঠনের কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। গত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগেই তাপস মাইতিকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছিল।আসন্ন লোকসভা নির্বাচনের আগেই তার দলের পরিবর্তন দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলা প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি সহ একাধিক তৃণমূল কর্মীরা।
কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুতাহাটা ব্লক প্রাক্তন সভাপতি বর্তমান সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইন তিনি বলেন গত ২০২১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন সম্পর্ক নেই, তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড তিনি কখনোই তৃণমূল কংগ্রেসের ছিলেন না তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী,এই সমুদ্রে জনগণই হচ্ছে মূল শক্তি। ঢাল হীন,তলোয়ার হীন শাখা প্রশাখা হীন নেতা তৃণমূলে ওদের কোন প্রয়োজনীয়তা নেই বলেই ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল। তিনি আরো বলেন উনি কেবল মাত্র একজনই গেছেন উনার সঙ্গে আগে কেউ ছিলেন না আজ ও কেউ ছিলনা। তিনি দায়িত্ব নিয়ে বললেন ওই সকল শাখা প্রশাখাহীন নেতারা দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিলেন না গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে উনাদেরকে বাদ দিয়েই কাজ হয়েছিল অনেক বেশি ভালো ফলাফল করেছে।আগামী আসন্ন লোকসভা নির্বাচনে দেবাংশু ভট্টাচার্য অনেক বেশি ভোটে ফলাফল করে জিতবে তার কোন সন্দেহ নেই।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments