চৈতন্যপুরে শুরু হল সংহতি উৎসব২৪ তম বর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর সংহতি উৎসব কেশবপুর সংলগ্ন মাঠে এই মেলা পয়লা মার্চ থেকে শুরু হয়েছে। শিল্প সংস্কৃতির শহর হলদিয়া চৈতন্যপুর কেশবপুর ময়দা…
চৈতন্যপুরে শুরু হল সংহতি উৎসব
২৪ তম বর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর সংহতি উৎসব কেশবপুর সংলগ্ন মাঠে এই মেলা পয়লা মার্চ থেকে শুরু হয়েছে। শিল্প সংস্কৃতির শহর হলদিয়া চৈতন্যপুর কেশবপুর ময়দানে এই মেলার সূচনা হয় চৈতন্যপুর মোড় থেকে সুসজ্জিত শোভা যাত্রার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। এই মেলার প্রাণপুরুষ তথা মেলার সম্পাদক পার্থ বটব্যাল বলেন এই মেলায় থাকছে নাগরদোলা রাশিয়ান দোলা, টয় ট্রেন, যাত্রা ,থিয়েটার, আলোচনা সভা নাটক ও সেমিনার এবং বিচিত্রা অনুষ্ঠান। তিনি আরো বলেন আমরা দেখতে দেখতে প্রায় ২৪ তম বর্ষে পদার্পণ করেছি এই মেলা সকলের আশীর্বাদ নিয়ে আরো এগিয়ে যাবে।
No comments