Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় পুরস্কার পেল হলদিয়ার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি

জাতীয় পুরস্কার পেল হলদিয়ার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতিজাতীয় পুরস্কার পেল হলদিয়ার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমবায় পরিচালনা ও পরিষেবা ক্ষেত্রে কৃষি সমবায় হিসেবে বিশেষ অবদানের জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছে হলদিয়ার জনতা …

 


জাতীয় পুরস্কার পেল হলদিয়ার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি

জাতীয় পুরস্কার পেল হলদিয়ার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমবায় পরিচালনা ও পরিষেবা ক্ষেত্রে কৃষি সমবায় হিসেবে বিশেষ অবদানের জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছে হলদিয়ার জনতা সমবায়। এর আগে ২০১৯-২০ সালে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনসিডিসি) থেকে নিয়মিত পুরস্কৃত করা হয়। সমবায়ে মোট

বর্তমানে সমবায়ের আমানতের পরিমাণ ৪৫কোটি টাকা। স্থায়ী সম্পদ প্রায় ৪ কোটি টাকা।বিভিন্ন গ্রামে সমিতির নিজস্ব ১২৭টি স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে। গোষ্ঠী সদ্যস্যদের স্বনির্ভর করার জন্য প্রায় ১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

স্বয়ম্ভর গোষ্ঠী সদস্যদের উৎসাহিত করতে ১৩৭৮ জন সদ্যস্যকে প্রতি বছর ১ কোটি ৩৭লক্ষ টাকা কৃষি ঋণ দেওয়া হয়। ১৯৯৪ সালথেকে ব্যাঙ্কি পরিষেবা চালু রয়েছে সমবায়ে। 

বর্তমানে সমবায়ে আরটিজিএস, এনইএফটি,এটিএম পরিষেবা চালু রয়েছে। জনতা সমবায়ের সভাপতি প্রজাপতি পাঁজা বলেন, ২০ ডেসিমলজায়গার উপর সমবায়ের দুটি অফিস রয়েছে।ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি কনজিউমার্স প্রোডাক্ট ও গিফট আইটেম, পানীয়জল বিক্রিরব্যবস্থা রয়েছে। আগামী দিনে বাড়সুন্দরা অফিসের চারতলা বিল্ডিংয়ের নিচ তলায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় পুরস্কার পায় ওই সমবায়। এবার এনসিডিসি দক্ষতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃত স্বরূপ ২০২৩-২৪ সালের সমবায় এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে জনতা সমবায় সমিতিকে। হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলী অঞ্চলের বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক মানচিত্র বদলে বড় ভূমিকা নিয়েছে ওই সমবায়। বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায় ১৯৭৭ সালে দুটি সমবায় মিলিত হয়ে গড়ে ওঠে জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি

No comments