তমলুকে অল ইন্ডিয়া দাবা প্রতিযোগিতা
পূর্ব মেদিনীপুর জেলায় মিমতৌড়ীতে ২৭ শে মার্চ বুধবার তমলুকে ভীমদের হাইস্কুলে শুরু হল পাঁচ দিন ব্যাপি অল ইডিয়া রেটিং টুর্নামেন্ট চলবে আগামী ৩১শের মার্চ রবিবার পর্যন্ত। অল ইন্ডিয়া শেষ, ফেডার…
তমলুকে অল ইন্ডিয়া দাবা প্রতিযোগিতা
পূর্ব মেদিনীপুর জেলায় মিমতৌড়ীতে ২৭ শে মার্চ বুধবার তমলুকে ভীমদের হাইস্কুলে শুরু হল পাঁচ দিন ব্যাপি অল ইডিয়া রেটিং টুর্নামেন্ট চলবে আগামী ৩১শের মার্চ রবিবার পর্যন্ত। অল ইন্ডিয়া শেষ, ফেডারেশন অনুমোদিত।এই টুর্নামেন্টটি পরিচালনা করছে পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা,
বুধবার তমলুকের নিমতৌড়ির কুলবেড়িয়া হাইস্কুলে শুরু হয়েছে পাঁচ দিনের অল ইন্ডিয়া ওপেন ফিডে ইন্টারন্যাশনাল রেটিং চেস টুর্নামেন্ট। ২৭-৩১ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুমোদিত টুর্নামেন্ট পরিচালনা করছে পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা। মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে ৩৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এই প্রথম জেলায় এধরনের টুর্নামেন্ট হচ্ছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, জেলা লিগাল সার্ভিস অথরিটির সচিব সমরেশ বেরা প্রমুখ।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments