Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গার নীচে মেট্রো যাত্রা প্রধানমন্ত্রীর, মোদির অনুষ্ঠানেও হঠাৎ বাধ্যতামূলক আধার!

গঙ্গার নীচে মেট্রো যাত্রা প্রধানমন্ত্রীর, মোদির অনুষ্ঠানেও হঠাৎ বাধ্যতামূলক আধার! দেশের প্রথম মেট্রো রুট কলকাতাতেই। আর সেখানেই তৈরি হল আরও এক ‘ইতিহাস’, দেশের প্রথম নদীর তলায় পাতাল রেল। বুধবার সেই মেট্রো উদ্বোধন করে আবেগে ভাসলেন স…

 





গঙ্গার নীচে মেট্রো যাত্রা প্রধানমন্ত্রীর, মোদির অনুষ্ঠানেও হঠাৎ বাধ্যতামূলক আধার!

 দেশের প্রথম মেট্রো রুট কলকাতাতেই। আর সেখানেই তৈরি হল আরও এক ‘ইতিহাস’, দেশের প্রথম নদীর তলায় পাতাল রেল। বুধবার সেই মেট্রো উদ্বোধন করে আবেগে ভাসলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসতের মঞ্চে স্মৃতিচারণায় বললেন, ‘প্রথম যখন কলকাতায় আসি, তখন ইচ্ছে ছিল মেট্রো দেখার!’ আর সেই মোদিই যখন প্রধানমন্ত্রী হিসেবে এদিন ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে গঙ্গা গর্ভের মেট্রোয় সওয়ার হলেন, তখন তৈরি হল ‘আধার’ বিতর্ক। যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রামাণ্য ‘দলিল’ হিসেবে স্বীকৃতি দেয় না কেন্দ্র, সেখানে সরকারি অনুষ্ঠানে ঢুকতে বাধ্যতামূলক থাকল আধার কার্ড! এদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার উদ্বোধনী আসর বসেছিল এসপ্ল্যানেড স্টেশনে। সেখানেই সকলের ঢোকার জন্য আধার কার্ড ছিল ‘মাস্ট’। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, আধার কার্ড না নিয়ে আসার ফলে বহু রেলকর্মী ও তাঁদের পরিবার-পরিজন সভাস্থলে প্রবেশ করতে পারেননি। দমদমের বাসিন্দা মেট্রোর এক মহিলা কর্মীর কথায়, ‘সকাল সাতটায় এসেছি। অফিস থেকে বলা হয়েছিল, শুধু আইকার্ড থাকলেই হবে। এসে দেখছি, আমন্ত্রণপত্র ও আধার ছাড়া নো এন্ট্রি।’ ফলে এসপ্ল্যানেড মেট্রোর ঘেরাটোপের বাইরে ধর্মতলার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাড়িঁয়েই তাঁদের কারও ‘মোদি-দর্শন’ হয়েছে, কেউ বা হতাশ হয়েই ফিরতি পথ ধরেছেন। এই বিতর্কে দায় এড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘আমরা আধার কার্ড আনতে কাউকে বলিনি। নিরাপত্তার খাতিরে পুলিস এবং এসপিজি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।’

এদিন সকাল ১০টা বেজে ৫ মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসে পৌঁছন নরেন্দ্র মোদি। তার আগেই ভিতরে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানে আম জনতা থেকে শুরু করে স্কুল পড়ুয়া, রেলের বহু কর্মী ও তাঁদের পরিবারের লোকজন ছিলেন। তাঁদের অনেকের সঙ্গে ‘হাল্কা’ কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর ১০টা ২৫ মিনিটে তিনি শহরের এক প্রখ্যাত ইংরেজি মাধ্যম স্কুলের কয়েকজন পড়ুয়া এবং রেলকর্মীদের সঙ্গে নিয়ে মেট্রো চাপেন। মেধা এমআর-৬১৪ রেকটিতে চড়ে গঙ্গার তলা দিয়ে এসপ্লানেড-হাওড়া ময়দান রুটে ভ্রমণ করেন তিনি। মেট্রোর কোচে প্রধানমন্ত্রী পাশে বসিয়েছিলেন স্কুল পড়ুয়াদের। জানা গিয়েছে, দেশের একমাত্র নদী গর্ভের এই মেট্রোপথকে ‘ইঞ্জিনিয়ারিং মার্বেল’ আখ্যা দিয়ে রেলের কর্মী-ইঞ্জিনিয়ারদের প্রশংসা করেন মোদি। গোটা প্রক্রিয়া সেরে সকাল ১১টা নাগাদ এসপ্ল্যানেড ছাড়েন প্রধানমন্ত্রী।

No comments