Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিছাবানী বাণী নিকেতন হাইস্কুলে প্লাটিনাম স্মারক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন

পিছাবানী বাণী নিকেতন হাইস্কুলে প্লাটিনাম স্মারক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন 
 পূর্ব মেদিনীপুর জেলার পিছাবানী বাণী নিকেতন হাইস্কুলে প্লাটিনাম স্মারক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে এন সি এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মির মমরেজ…

 


পিছাবানী বাণী নিকেতন হাইস্কুলে প্লাটিনাম স্মারক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন 


 পূর্ব মেদিনীপুর জেলার পিছাবানী বাণী নিকেতন হাইস্কুলে প্লাটিনাম স্মারক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে এন সি এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মির মমরেজ আলি। শনিবার পিছাবনী হাইস্কুলের এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে স্থায়ী প্লাটিনাম জয়ন্তী স্মারক মঞ্চের দ্বারোদঘাটন করেন বিশিষ্ট সমাজসেবী তথা কে এন সি এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মির মমরেজ আলি। তিনি জানিয়েছেন, স্কুল কতৃপক্ষ ও পরিচালন সমিতির আবেদনের ভিত্তিতে আমরা কে এন সি'র পক্ষ থেকে স্কুলকে এই মঞ্চ দিয়েছি। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। আগামীদিনে মানুষের জন্য বিশেষ কিছু করে যেতে চাই। এটাই  সমাজের কাছে আমাদের দৃড় অঙ্গীকার। পাশাপাশি এদিন স্মরণিকা প্রকাশ ও পুরস্কার বিতরনী এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দু'দিন ধরে চলবে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি অম্বিকা চরণ মাঝি, স্কুল পরিচালন সমিতির সভাপতি কেশব প্রধান, স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদক মৃণাল কান্তি ভূঞা, সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার প্রামাণিক, উৎসব কমিটির সভাপতি ধ্রুব চন্দ্র গিরি, সম্পাদক নারায়ণ চন্দ্র গুচ্ছাইত প্রমুখ।

No comments