Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে শিক্ষকদের বকেয়া ১৫০ কোটি!!

রাজ্যে শিক্ষকদের বকেয়া ১৫০ কোটি!!
রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতে কমবেশি হাজার-দেড় হাজার শিক্ষক-শিক্ষিকার গড়ে ৫০ হাজার টাকা করে বকেয়া। গোটা রাজ্য মিলিয়ে 'এরিয়া'র বকেয়ার পরিমাণ ১৫০ কোটি। এরিয়ার বা বকেয়ার কারণগুলি হলো- -লেট অ্য…

 




রাজ্যে শিক্ষকদের বকেয়া ১৫০ কোটি!!


রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতে কমবেশি হাজার-দেড় হাজার শিক্ষক-শিক্ষিকার গড়ে ৫০ হাজার টাকা করে বকেয়া। গোটা রাজ্য মিলিয়ে 'এরিয়া'র বকেয়ার পরিমাণ ১৫০ কোটি। এরিয়ার বা বকেয়ার কারণগুলি হলো- -লেট অ্যাপ্রুভাল, লস্ট ইনক্রিমেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট স্কেল বা অন্য কিছু সমস্যা। চাকরিতে যোগদানের পর দেরিতে অ্যাপ্রুভালের কারণেও অনেকের এরিয়ার জমেছে। এই সমস্যায় ভুক্তভোগী সব জেলারই বহু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা। বিকাশ ভবনের কর্তারা বলছেন, তিন বছরের মধ্যে যাঁদের এরিয়ারের বিষয় বিভিন্ন ডিআই এবং এডিআই অফিসে পড়ে রয়েছে, গত বছর ২২ জুন স্কুলশিক্ষা কমিশনার সেগুলি পেমেন্টের নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কয়েকটি ডিআই অফিস এরিয়ারের ফাইল নিয়ে কাজ শুরুও করেছে।

No comments