Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মা সারদার শিক্ষা নিকেতনের বাৎসরিক অনুষ্ঠানে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/kRXXQXJKChw
বাৎসরিক অনুষ্ঠানে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব
মা সারদার শিক্ষা নিকেতনের বাৎসরিক অনুষ্ঠানে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব
মা সারদা শিক্ষা নিকেতন বাৎসরিক সাংস্কৃতিক মিলন …

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/kRXXQXJKChw


বাৎসরিক অনুষ্ঠানে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব


মা সারদার শিক্ষা নিকেতনের বাৎসরিক অনুষ্ঠানে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব


মা সারদা শিক্ষা নিকেতন বাৎসরিক সাংস্কৃতিক মিলন উৎসব ১-২ মার্চ বৎসরিক অনুষ্ঠানে ১২৫ তম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিবসে বিবেক চেতনা রথ পরিক্রমা ও মিলন উৎসব শুরু হয়। সূত্রে জানা যায় মা সারদা শিক্ষা নিকেতন রক্ষা বাবুরহাটে অবস্থিত অভ্যুদয় হলদিয়া এবং রামকৃষ্ণ শিক্ষা পর্ষদ অনুমোদিত নরেন্দ্রপুর মা সারদা শিক্ষা নিকেতনে ছাত্র-ছাত্রী সংখ্যা শতাধিক শিশু স্মৃতি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই স্কুলে পড়ানো হয়। শিক্ষক ও শিক্ষক কর্মচারী মিলে বর্তমানে তিনজন রয়েছেন জানালেন স্কুলের শিক্ষিকা জয়শ্রী মান্না মান্না। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরামা প্রাইভেট লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চন্দন পন্ডা উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল ছিলেন লক্ষা হাই স্কুল প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি প্রমূখ। জানালেন মা সারদা শিক্ষা নিকেতন অভ্যুদয় সম্পাদক সুভাষ প্রামাণিক, এবং অভ্যুদয় হলদিয়ার সম্পাদক প্রণব বেরা, সভাপতি অভ্যুদয় ডেক্স ইনচার্জ রামকৃষ্ণ লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর শ্রী শম্ভু চরণ নায়েক।


No comments