Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়াবেটিসের কারণ বায়ুদূষণও, দাবি চিকিৎসকের

ডায়াবেটিসের কারণ বায়ুদূষণও, দাবি চিকিৎসকের

বায়ুদূষণের কারণে শ্বাসজনিত সমস্যা বা রোগ হওয়া স্বাভাবিক। কিন্তু এখন ডায়াবেটিসের অন্যতম কারণ হিসেবেও উঠে আসছে বায়ুদূষণ। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন একটি নামী…

 




ডায়াবেটিসের কারণ বায়ুদূষণও, দাবি চিকিৎসকের



বায়ুদূষণের কারণে শ্বাসজনিত সমস্যা বা রোগ হওয়া স্বাভাবিক। কিন্তু এখন ডায়াবেটিসের অন্যতম কারণ হিসেবেও উঠে আসছে বায়ুদূষণ। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন একটি নামী হাসপাতালের পালমনোলজি বিভাগের প্রধান বেকে নানজিয়া। তাঁর কথায়, ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে লাইফস্টাইল, ওজন বৃদ্ধি এবং খাদ্যাভ্যাসকেই জেনে এসেছি। কিন্তু বায়ুদূষণের সঙ্গেও যে এই রোগের সংযোগ আছে, তা জানা গিয়েছে সম্প্রতি। বেশ কিছু রিপোর্ট বলছে, যাঁরা দীর্ঘদিন ধরে দূষিত বায়ুর মধ্যে বসবাস করছেন, তাঁদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ছে। পাশাপাশি ঘুমের মধ্যে আচমকা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে প্রবণতা এসেছে, তারও অন্যতম কারণ এই বায়ুদূষণই। অন্যদিকে, জি সি খিলনানির কথায়, ৩০ বছর আগেও ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি বলে তেমন কিছু ছিল না। অথচ এখন তা মৃত্যুর বড় কারণ হিসেবে উঠে আসছে। এর অন্যতম কারণ সেই বায়ুদূষণ।

No comments