Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫ তম বর্ষে ডিস্ট্রিক্ট কনভেনশন লায়ন 322C1 হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/CtpMCVExOa0আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুনWhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r২৫ তম বর্ষে ডিস্ট্রিক্ট কনভেনশন লায়ন 322C1 হলদিয়া বিবি ঘোষ অ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/CtpMCVExOa0

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

২৫ তম বর্ষে ডিস্ট্রিক্ট কনভেনশন লায়ন 322C1 হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে,শিল্প তালুক হলদিয়াতে বসছে দুদিনের ইন্টারন্যাশনাল লায়ন ক্লাবের নির্বাচন এবং কাজের দক্ষতা অনুযায়ী দক্ষ লায়নদের সম্বর্ধনা সভা। তার চুড়ান্ত প্রস্তুতি জন্য এখন সেজে উঠেছে শিল্প তালুক হলদিয়ার টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়াম।

ইন্টারন্যাশনাল লায়ন ৩২২ সি ১ ডিস্ট্রিক্ট কনভেনশন ১৬ এবং ১৭ ই মার্চ দুদিন ধরে অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প তালুক হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে। জানালেন ইন্টারন্যাশনাল লায়ন 322C1 ডিস্ট্রিক্ট গভর্ণর শেখ মজাফফর সাহেব। তিনি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান ১৬ এবং ১৭ মার্চ দুদিন ধরে অনুষ্ঠিত হবে ২৫ তম বর্ষে ডিস্ট্রিক্ট কনভেনশন। ১৬ ই মার্চ বিকেলে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের মূল থিম মানুষের সেবা করা, সুসজ্জিত ইন্টারন্যাশনাল লায়ন সদস্যদের
 র‍্যালিতে অংশগ্রহণ করা। তিনি আরো বলেন এই র‍্যালিতে থাকবেন জেলার বিভিন্ন স্তরে লায়নগন। জাতীয় পতাকা এবং ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উদ্বোধন করবেন হলদিয়া কলিকাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট প্রশাসন জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস এছাড়াও প্রধান অতিথির আসন অলংকৃত করবেন লায়ন বিষ্ণু বাজোরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ লায়নের বিভিন্ন দপ্তরে কাজের দক্ষতা অনুযায়ী দক্ষ লায়নদের সম্বর্ধিত দেওয়া হবে। ১৭ ই মার্চ রবিবার সকাল ১০ টা থেকে শুরু হবে লায়ন 322C1 নির্বাচন এই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন কিন্তু একজন উইথড্রো করে নিয়েছেন । দুজন প্রার্থী বর্তমানে রয়েছেন একজন রয়েছেন মেদিনীপুর থেকে লায়ন সোমনাথ দে,এছাড়াও রয়েছেন কাঁথি থেকে লায়ন ড.সুমিত্র মাইতি। তিনি আরো জানান এবারে মোট ভোটার প্রায় ৩০০ জন রয়েছেন। ভোটদান শান্তিপূর্ণভাবে চলে তার জন্য উপস্থিত থাকবেন লায়ন ইন্টারন্যাশনাল  322C1 ডিস্ট্রিক্ট গভর্নর , এবং ইন্টারন্যাশনাল লায়ন পিডিজি এবং বিভিন্ন স্তরের আধিকারিক বৃন্দ।


No comments