ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/oONbyLWzoI0
হাওড়া জেলা কবিতা উৎসব
চামেলী ভট্টাচার্য হাওড়া : ফুল ফুটুক না ফুটুক আজ ও বসন্ত চৈত্রের পড়ন্ত বিকেলে বসন্ত উৎসব ৩০ শে মার্চ 2024 . শনিবার ৩০ শে মার্চ যুগ সাগ্নিক পরিচালিত হাওড়…
হাওড়া জেলা কবিতা উৎসব
চামেলী ভট্টাচার্য হাওড়া : ফুল ফুটুক না ফুটুক আজ ও বসন্ত চৈত্রের পড়ন্ত বিকেলে বসন্ত উৎসব ৩০ শে মার্চ 2024 . শনিবার ৩০ শে মার্চ যুগ সাগ্নিক পরিচালিত হাওড়া জেলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয় হাওড়া স্পোর্টিং ক্লাবের গ্রন্থাগার কক্ষে । অংশগ্রহণ করেন আবৃত্তিকার অঞ্জল চট্টোপাধ্যয়, বিশিষ্ট কবি স্বপন নন্দি, এ ছাড়া ও কবি সন্দীপ বসু, কবি বেবী পাল, আবৃত্তিকার তৃষা ভট্টাচার্য, শিশু শিল্পী আরাধ্য কাঁড়ার, কবি সন্দীপ বাগ ,কবি গৌতম কুমার দে, কবি অমিত মুখোপাধ্যায়, কবি শান্তনু সাহা, কবি নিখিলেশ রানা সহ ৪২ জন কবি ও সাহিত্যিক কবিতা পাঠ করেন । অনুষ্ঠান পরিচালন করেন সেমন্তী ঘোষ। সহযোগিতায় ছিলেন অমিত গোলুই, প্রদীপ্ত সামন্ত ও বিক্রমজিত ঘোষ। অনুষ্ঠানের সর্বাগ্রে ছিলেন যুগ সাগ্নিকের সম্পাদক প্রদীপ গুপ্ত। সভাপতির আসন অলংকৃত করেন কবি তাপস মহাপাত্র। প্রধান অতিথি ছিলেন আবৃত্তিকার অঞ্জল চট্টোপাধ্যায় ও দেবপ্রিয় মলয় ঘোষ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিয়ে বক্তব্য রাখেন যুগ সাগ্নিকের সম্পাদক প্রদীপ গুপ্ত ।
নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments