Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দু’দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহি তে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে আমিরশাহির (ইউএই) সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথ…

 



আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


দু’দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহি তে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে আমিরশাহির (ইউএই) সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে ভারতের। পাশাপাশি বুধবার ১৪ ই ফেব্রুয়ারি আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন তিনি। ২০১৫ সাল থেকে এই নিয়ে সাতবার মোদি সংযুক্ত আরব আমিরশাহি এলেন। এদিন তাঁকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। আমিরশাহির  প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করেন তিনি। আবু ধাবিতে ‘আহলান মোদি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত-আমিরশাহি সম্পর্ক দীর্ঘজীবী হোক।’ আবু ধাবি পৌঁছনোর আগে মোদি বলেন, ‘গত ন’বছরে ইউএই-র সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, খাদ্য, জ্বালানি, নিরাপত্তা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বহুগুণ বেড়েছে। সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে।’ এবারের সফরে আমিরশাহির সঙ্গে জ্বালানি, বন্দর, ডিজিটাল পরিকাঠামো, রেল ও বিনিয়োগ নিয়ে বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ভারতের অন্যতম বড় বাণিজ্য সহযোগী সংযুক্ত আরব আমিরশাহি। ২০২২-’২৩ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) দিক দিয়ে শীর্ষ চারটি দেশের মধ্যেই রয়েছে ইউএই।

No comments