Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া হাসপাতাল এখন কোভিড বিল্ডিংয়ে

হলদিয়া হাসপাতাল এখন কোভিড বিল্ডিংয়ে
সোমবার থেকে নতুন ভবনে চালু হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা। এদিন নতুন আউটডোরে উপচে পড়ে ভিড়। স্কিন, মেডিসিন সহ কয়েকটি বিভাগে বিশাল লাইন দেখা যায়। স্বাভাবিকভাবেই মহকুমা হাসপাতালের ঝ…

 



হলদিয়া হাসপাতাল এখন কোভিড বিল্ডিংয়ে


সোমবার থেকে নতুন ভবনে চালু হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা। এদিন নতুন আউটডোরে উপচে পড়ে ভিড়। স্কিন, মেডিসিন সহ কয়েকটি বিভাগে বিশাল লাইন দেখা যায়। স্বাভাবিকভাবেই মহকুমা হাসপাতালের ঝকঝকে আউটডোর দেখে খুশি রোগীরা। তাঁরা বলেন, এতদিন হাসপাতালে ডাক্তার দেখাতে এলে আতঙ্কে থাকতে হত কখন চাঙড় খসে পড়বে। ঘরগুলো গ্রীষ্ম বর্ষা সবসময় স্যাঁতস্যাঁতে থাকত। সেই ভগ্নপ্রায় হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে অবশেষে সরছে আউটডোর পরিষেবা। হাসপাতালের পিছনে নবনির্মিত কোভিড হাসপাতালে আপাতত স্থানান্তরিত হচ্ছে আউটডোর। কিছুদিনের মধ্যে ধাপে ধাপে সমস্ত আউটডোর পরিষেবাই মিলবে নতুন কোভিড হাসপাতাল বিল্ডিংয়ে। আউটডোর পরিষেবা শুরু হওয়ার আগে শনিবার পরিকাঠামো খতিয়ে দেখেন জেলাশাসক ও সিএমওএইচ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত গ্রাউন্ড ফ্লোর পিডব্লডি হস্তান্তর করেছে। সেখানেই প্রথম দফায় জরুরি আউটডোর বিভাগগুলি চালু করা হচ্ছে। কয়েকদিন আগে থেকে বিভিন্ন বিভাগেরচিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, চেয়ার, টেবিল সরানোর কাজ শুরু হয়েছে।

জেলাশাসক বলেন, প্রাথমিকভাবে নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে হাসপাতালের আউটডোর পরিষেবা চালু হচ্ছে। বাকি তিনটি ফ্লোর পিডব্লুডি হস্তান্তর করলে সেখানে হাসপাতালের নন-ক্রিটিক্যাল বিভাগগুলি সি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিএমওএইচ বলেন, মহকুমা হাসপাতালের বিল্ডিংয়ের আউটডোরের গ্রাউন্ড ফ্লোরে সারা বছরই জল জমে থাকে। কয়েকমাস আগে পিডব্লুডির ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখার পর ওই বিল্ডিং বিপজ্জনক বলে জানায়। দ্রুত আউটডোর সরানোর পরামর্শ দেয়। হাসপাতালের পাশেই কোভিড বিল্ডিং তৈরি হচ্ছিল। সেকারণে রোগীদের বিপদমুক্ত করতে কোভিড হাসপাতালের নতুন বিল্ডিংয়ে আপাতত আউটডোর চালু হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পেডিয়াট্রিক মেডিসিন, জেনারেল মেডিসিন, স্কিন সহ চারটি বিভাগ নতুন ভবনে চালু হয়েছে। ওই ভবনের নিচ তলায় ১৩টি কক্ষ রয়েছে। অর্থোপেডিক ও গাইনো বিভাগ ছাড়া বাকিগুলি সরানো হচ্ছে। কারণ এখনই অর্থোপেডিক বিভাগ সারতে গেলেএক্সরে সহ অন্যান্য সরঞ্জাম সরাতে হবে। মার্চের শেষ নাগাদ নতুন বিল্ডিংয়ের চারটিফ্লোর হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করতে পারবে বলে জেলাশাসককে জানিয়েছে পিডব্লুডি। জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি হলদিয়া মহকুমা রোগীকল্যাণ সমিতির জরুরি বৈঠক রয়েছে। ওই বৈঠকে জেলাশাসক, সিএমওএইচ ও মহকুমাশাসক উপস্থিত থাকবেন। মূলত কোন কোন বিভাগ সরানো হবে, কোন ওয়ার্ড সরানো হবে সেবিষয়ে ওইদিন সিদ্ধান্ত হবে। হাসপাতালের ইন্ডোর বিভাগের মেল ও ফিমেল ওয়ার্ডের পরিকাঠামোও খুবই শোচনীয় বলে রোগীরা বার বার অভিযোগ করেন। এজন্য নতুন বিল্ডিংয়ে ওই দুটি ওয়ার্ড সরানোর পরিকল্পনা রয়েছে। মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, হলদিয়া হাসপাতালের নতুন বিল্ডিং নিয়ে কথা হয়েছে পিডব্লুডির সঙ্গে। কোভিড হাসপাতালের পাশের জমিতে ওই বিল্ডিং হবে ঠিক হয়েছে। এজন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ নো অবজেকশন দিয়েছে। মহকুমা হাসপাতালের সমস্ত জমিই এইচডিএর। এজন্য সিএসআর তহবিল থেকে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে আইওসি কর্তৃপক্ষ।

No comments