মাধ্যমিক পরীক্ষার্থীদের ফ্রীতে টোটোচালক পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রেপূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিভিন্ন বাস মালিকদের সংস্থাদের নিয়ে সভা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন লোকাল বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফিতে পৌঁছে দেবে পরীক্ষা কেন্…
মাধ্যমিক পরীক্ষার্থীদের ফ্রীতে টোটোচালক পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রে
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিভিন্ন বাস মালিকদের সংস্থাদের নিয়ে সভা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন লোকাল বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফিতে পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রে। তারই সাথে শোনা গেল পূর্ব মেদিনীপুর জেলাআইমা টোটো ইউনিয়ন এর সমস্ত টোটো ইউনিয়ন গুলোর টোটো চালক ভাই দের নির্দেশ দিলেন আইমা সর্বভারতীয় সম্পাদক ভাইজান রুহুল আমিন। সেই নির্দেশকে কার্যকরী করার জন্য অনুরোধ করলেন জেলা সভাপতি চীনাংশু গোস্বামী তিনি জানান আইমা সংগঠনের ভাই জানের ও জেলা ইউনিয়ন এর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় টোটো পরিষেবা দেবে।
শুক্রবার ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। কেবল মাত্র এক দিনের জন্য শুধুই পরীক্ষাথীদের ছাত্র ছাত্রীর জন্য টোটো গাড়িতে যাতায়াত ভাড়া ফ্রি থাকবে। যদি কেহো ভাড়া নেই প্রমাণিত হলে সংগঠন ব্যবস্থা নেবে আইমা জিন্দাবাদ ভাই জান জিন্দাবাদ (AIMA)
No comments