পথশ্রী' প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিলেন স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বাংলার মা-মাটি-মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই পথশ্রী। গ্রাম বাংলায় মাটির রাস্তা ছিল। কোথ…
পথশ্রী' প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিলেন স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান
বাংলার মা-মাটি-মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই পথশ্রী। গ্রাম বাংলায় মাটির রাস্তা ছিল। কোথাও মোরামের গন্ধও ছিল না। সেইসব রাস্তা আজকে পাকা রাস্তা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের ৪ নম্বর সাবড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহল্লা এলাকায় 'পথশ্রী' প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন স্থানীয় এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, পথশ্রী প্রকল্পে দাঁতন ২ নম্বর ব্লকের প্রায় ৮২টি খানা রাস্তা সাংশান হয়েছে। কাজ শুরুও হয়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে বাংলায় আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জানিয়েছেন, একশো কেন দুশো কেন্দ্রীয় বাহিনী এলেও বাংলার মানুষের কিছু যায় আসে না। তৃণমূল চায় সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচনে যদি আমরা মানুষকে অংশগ্রহণ করতে না দিতে পারি তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। তাই যারা গণতন্ত্র বিশ্বাস করে না একনায়কতন্ত্রে বিশ্বাস করে তারাই সবচেয়ে বেশি খুশি হবে। তৃণমূল কংগ্রেস কখনোও সন্ত্রাসের পক্ষপাতিত্ব নয় বলে দাবি স্থানীয় বিধায়কের। দাঁতন ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ ইপ্তেকার আলি জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশক ধরে সাবড়ায় মাটির রাস্তার ছিল। অবশেষে এলাকাবাসীর দাবী মেনেই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার সূচনা হল। সাবড়া পশ্চিম মহল্লা এলাকায় প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। তবে ঢালাই রাস্তা পেয়ে খুবই খুশি স্থানীয় এলাকাবাসী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান, দলের অঞ্চল তৃণমূল সভাপতি শেখ মফিল আলি, স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আরফান ও রফিক মল্লিক প্রমুখ।
No comments