জেল থেকে মুক্তি পেলেন ১৫ জন
তুষার কান্তি খাঁ ,বহরমপুর, ২৬ ফেব্রুয়ারি: গত ১৩ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআই(এম)র ১৫ জন কমরেড। সি পি আই( এম) নেতা জামাল হোসেন, সৈয়দ নুর…
জেল থেকে মুক্তি পেলেন ১৫ জন
তুষার কান্তি খাঁ ,বহরমপুর, ২৬ ফেব্রুয়ারি: গত ১৩ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআই(এম)র ১৫ জন কমরেড। সি পি আই( এম) নেতা জামাল হোসেন, সৈয়দ নুরুল হাসান, সন্দীপন দাস, শাহনওয়াজ ইসলাম সহ ১৫ জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন ।মুক্তি পাওয়ার পর তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সিপিআই(এম) পার্টির পক্ষ থেকে ।জেলের বাইরে অপেক্ষমান ছিল নেত্রী মিনাক্ষী মুখার্জী, ধ্রুবজ্যোতি সাহা ,নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ। জেল থেকে একটি বিশাল মিছিল সিপিআই (এম) পার্টি অফিসে এসে শেষ হয়।
No comments