Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপিতে যোগদান করলেন অর্জুন ও দিব্যেন্দু?

বিজেপিতে যোগদান করলেন অর্জুন ও দিব্যেন্দু?২০২২ সালের মে মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ছাড়েননি বিজেপির সাংসদ পদ। তাই তৃণমূলে গেলেও, সরকারিভাবে তিনি বিজেপিরই বারাকপুরের সাংসদ। তিনি অর্জুন সিং। এবার তৃণমূল কংগ্রেস …

 



বিজেপিতে যোগদান করলেন অর্জুন ও দিব্যেন্দু?

২০২২ সালের মে মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ছাড়েননি বিজেপির সাংসদ পদ। তাই তৃণমূলে গেলেও, সরকারিভাবে তিনি বিজেপিরই বারাকপুরের সাংসদ। তিনি অর্জুন সিং। এবার তৃণমূল কংগ্রেস তাঁকে টিকিট দেয়নি। তারপর থেকেই ক্ষোভ বেড়েছে অর্জুনের। ফের বিজেপির সঙ্গে মাখামাখি শুরু করেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাদ্যায় অর্জুনের মতিগতি দেখে বলেই দিয়েছিলেন, অর্জুন বিজেপির সাংসদ। তাই কী করবে, সেটা ওই ঠিক করবে। অবশেষে ঠিক করেই ফেললেন তিনি। শুক্রবার বিজেপির সাংসদ যোগ দিলেন বিজেপিতে। বললেন, ‘তৃণমূলে আমি কোনও প্রতিবাদ করতে পারিনি। বাংলাকে বাঁচানোর জন্য মোদিই ভরসা।’ ঘটনা হল তৃণমূলের পতাকা নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন তিনি, বলেছিলেন, ‘কোনও কাজ করতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন, বিজেপিতে ঠিক গ্রহণযোগ্য নই।’ 

একই দলে অর্জুন সিংয়ের দু’বার ‘যোগদান’কে কেন্দ্র করে এদিন বিজেপিও যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। সেই কারণে তাঁকে দলে নেওয়ার বিষয়ে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সাফাই দিয়েই বলেছেন, ‘কিছুদিন তিনি দলের বাইরে ছিলেন। সংস্রব ছিল না। আবারও তিনি মূলস্রোতে ফিরতে চেয়েছেন। আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি।’ শুক্রবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অর্জুন সিংয়ের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী।  সূত্রের খবর, বিজেপিতে এলেও এবারের লোকসভা নির্বাচনে সম্ভবত টিকিট পাবেন না দিব্যেন্দুবাবু। তবে অর্জুন সিংয়ের বারাকপুরের প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত। 

অন্যদিকে, সন্দেশখালি-কাণ্ডে রাজ্য পুলিস কেন একজন নাবালিকা অত্যাচারিতার নাম প্রকাশ্যে এনেছে, সেই প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘হাইকোর্টে গিয়ে আবেদন করুন।’ পাশাপাশি এদিনই সন্দেশখালি ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্মারকলিপি দিয়েছেন ওই এলাকার ১১ জন বাসিন্দা।

No comments