Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুরি হয়ে যাওয়া মোটর বাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা

চুরি হয়ে যাওয়া মোটর বাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

চুরি হয়ে যাওয়া মোটর বাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা জানা যায় গত ২৭ এ জানুয়ারি হলদিয়া আজাদ হিন্দ মাঠে গণবিবাহের দিন রাজ্য সড়ক থেকে একটি বাইক চুর…

 




চুরি হয়ে যাওয়া মোটর বাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা



চুরি হয়ে যাওয়া মোটর বাইক ফিরিয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা জানা যায় গত ২৭ এ জানুয়ারি হলদিয়া আজাদ হিন্দ মাঠে গণবিবাহের দিন রাজ্য সড়ক থেকে একটি বাইক চুরি হয়ে যায়। সেই বাইক চুরি হয়ে যাওয়ার পর  সুতাহাটা থানা অভিযোগ দায়ের করার জন্য যায়। 


 কিন্তু পেট্রোল বিহীন গাড়ি ব্যাটারি চালিত গাড়ি থাকার জন্য তার অভিযোগ নেওয়া হয়নি। আজ ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেভোগ বারতুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা মোটরবাইকের মালিকের হাতে বাইকটি তুলে দিলেন

সূত্রের খবর, হলদিয়া বইমেলা ও গণবিবাহ উৎসব হলদিয়া উৎসব কমিটির উদ্যোগে হচ্ছিল। গণবিবাহের দিন রাস্তার উপর বাইকে চাবি রেখে চলে যান প্রসেনজিৎ দাস বাবু মেলা ঘুরে এসে দেখেন মোটর বাইক না থাকায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরবর্তীকালে থানাতে জান বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন।  হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সুকান্ত কলনী একটি গলিতে দাঁড়িয়ে থাকে গাড়িটি।  দেভোগ বারতুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 

সংস্থার সদস্যরা পিকনিক সেরে বাড়ি ফেরার সময় দেখতে পায়  রাস্তায় মোটর বাইক দাঁড়িয়ে রয়েছে। কাউকে দেখতে না পেয়ে ক্লাবে সদস্যরা অন্যান্য সদস্যদের ডাকেন। সদস্যদের সঙ্গে আলোচনা করেন গাড়িটিকে ক্লাবে এনে রাখা হয়।

 ক্লাব সভাপতি মতিবুল ইসলাম পরের দিন স্থানীয় ভবানীপুর থানায় ফোন করে বড়বাবুকে জানান।  একটি বাইক রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছে কিন্তু কয়েক দিন চলে যায়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা,  আজ বাইকটির পিছনে দিকে  কাগজ দেখতে পায় ।  কিছু কাগজ বেরিয়ে রয়েছে সিটের নিচে সেই অনুযায়ী কাগজ দেখে বাইকের মালিকের নাম ঠিকানা পায় এবং সেই অনুযায়ী প্রসেনজিৎ দাস কে ফোন করে। আজ ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা নাগাদ বাইকের মালিক প্রসেনজিৎ দাস আসেন।  সদস্যদের উপস্থিতি হন এবং ক্লাব সভাপতি স্থানীয় ভবানীপুর থানায় ফোন করে জানানোর পর জানা যায় সুতাহাটা থানা পুলিশের পক্ষ থেকে দুজন সিভিক পুলিশ পাঠানো হয়েছিল এবং ট্রাফিক ইনচার্জ রানা চক্রবর্তী নজরে আনা হয়। সকলের উপস্থিতিতে আজ বাইকের চাবি তুলে দেওয়া হয়। চুরি হয়ে যাওয়া বাইক পেয়ে খুশি হলেন প্রসেনজিৎ দাস সুতাহাটা বাড়ি।  তিনি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা যদি থাকতো তাহলে আরও দেশ উন্নত হতো তাদের সদস্যদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

No comments