Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেপুটেশন জমা দিতে এসে পুলিশি বাধার মুখে হলদিয়ার ভূমিহারা শতাধিক পরিবার

নিমতৌড়িতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে এসে পুলিশি বাধার মুখে হলদিয়ার ভূমিহারা শতাধিক পরিবারদীর্ঘ ৫০ বছর ধরে অবস্থান-বিক্ষোভে অনর  হলদিয়ার প্রায় এক হাজার জমিদাতা পরিবার। তাদের দাবি হলদিয়া বন্দর তৈরির ক্ষেত্রে তারা জমি দিয…

 




নিমতৌড়িতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে এসে পুলিশি বাধার মুখে হলদিয়ার ভূমিহারা শতাধিক পরিবার

দীর্ঘ ৫০ বছর ধরে অবস্থান-বিক্ষোভে অনর  হলদিয়ার প্রায় এক হাজার জমিদাতা পরিবার। তাদের দাবি হলদিয়া বন্দর তৈরির ক্ষেত্রে তারা জমি দিয়ে সাহায্য করেছিল এবং চাকরি দেওয়ার শর্তে জমি দাতারা তাদের জমি দিয়েছিলেন। ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেল কিন্তু তারা চাকরি পায়নি। বিষয়টি নিয়ে দাদারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাদেরকে স্পষ্ট জানিয়েছিলেন, জমিদাতাদের চাকরি পাওয়ার বিষয়টি জেলাশাসক দেখেনেবেন।  এই মর্মে তাদেরকে একটি লিখ ত কপি ও দেওয়া হয়।  মুখ্যমন্ত্রী সেই কপি হাতে নিয়ে আজ জেলাশাসকের সাথে দেখা করতে আসেন অবস্থান বিক্ষোবরত জমিদাতা পরিবারের লোকজনেরা। কিন্তু তাদের অভিযোগ জেলাশাসক তাদের সাথে দেখা না করে উল্টে পুলিশ দিয়ে বের করে দেন। তারপরেই জেলাশাসক অফিসের গেটের সামনে মিছিল করে বিক্ষোবে সামিল হতে দেখা যায় ওই জমি দাতা দের।  তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সহমর্মিতা দেখাক পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক।এবং তাদের চাকরি পাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠুভাবেই দেখাশোনা করুক  স্বয়ং জেলাশাসক। দাবিকে সামনে রেখে দীর্ঘক্ষণ জেলা শাসকের অফিসের সামনে পোস্টার হাতে  দাঁড়িয়ে রয়েছেন শতাধিক অবস্থান  বিক্ষোভকারী পরিবারের লোকজন ।  যদিও এ বিষয়ে এখনও কিছু বলেননি পূর্বমেদিনীপুর জেরার জেলা শাসক তানভীর আফজাল।

No comments