অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ ভেসে উঠলো হুগলি নদীতে সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল সদা রাম চকে তপন ঘাটের কাছেই হুগলী নদীর ধারে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ ভেসে থাকতে দেখা যায় বয়স প্রায় ৩৭ এলাকার মানুষ খবর পেয়ে সুতাহা…
অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ ভেসে উঠলো হুগলি নদীতে সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল সদা রাম চকে তপন ঘাটের কাছেই হুগলী নদীর ধারে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ ভেসে থাকতে দেখা যায় বয়স প্রায় ৩৭ এলাকার মানুষ খবর পেয়ে সুতাহাটা থানা খবর দেয় ঘটনাস্থলে থানার পুলিশ। এলাকার মানুষের সন্দেহ গত কুড়ি দিন আগে গেঁওয়াখালীতে নৌকা ভাসাতে গিয়ে এক যুবকের দেহ ভেসে গিয়েছিল সেই দেহ পাওয়া গিয়েছিল না তাহলে কি সেই ব্যক্তির দেহ এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষ তবে ময়নাতদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তদন্ত করছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments