হোড়খালী বাজার সংলগ্ন মোবাইল দোকানে ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী বাজার সংলগ্ন এক মোবাইল দোকানে ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি করল।গত কয়েক মাস ধরেই হলদিয়ায় …
হোড়খালী বাজার সংলগ্ন মোবাইল দোকানে ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি
হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী বাজার সংলগ্ন এক মোবাইল দোকানে ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি করল।
গত কয়েক মাস ধরেই হলদিয়ায় নানান রকম জায়গায় ফোন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তেমনি গত 1লা ফেব্রুয়ারি দুপুর দুটোয় বিরিঞ্চি বেড়িয়া গ্রামে বিশ্বজিৎ প্রামানিক নামে এক শ্রমিক কাজ থেকে বাড়ি ফেরার সময় তার কয়েকজন বাইকে আসা দুষ্কৃতি হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায় এবং অসভ্য ভাষায় গালিগালাজ করে সেই অবস্থাতে দুর্গাচক থানায় ডায়েরী করেন তিনি। আজ ঠিক সকালে একটি অজানার কন্ঠে ওই ফোনের নাম্বার থেকে ফোন আসে সেই নাম্বারটা ছিল ওই বিশ্বজিৎ প্রামাণিকেরই তারপরেই বোঝা গেল হোড়খালি বাজারে এক যুবক এসে পার্বতীপুর স্কুলের সামনে আশিক মোবাইল বলে এক মোবাইল দোকানে ফোনটি বিক্রি করে তার কাছে ফোনটি পাওয়া যায় এবং তারপরেই জানা যায় যে একজন যুবক এসে তাকে দিয়ে গেছে তারপর সেই যুবককে হোড়খালি তে কর্মরত থাকা কয়েকজন সিভিক এবং সুতাহাটা থানার কর্মরত পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এবং সেই আশিক মোবাইল সেন্টারকে বন্ধ করে দেয় পুলিশ। স্বাভাবিকভাবে এরকম চুরির ঘটনায় হলদিয়ায় রাতে বেরোতে মানুষ ভয় পায়। এই দুষ্কৃতীদের তান্ডবে । কয়েকজন সাধারণ মানুষ জানিয়েছেন এই হোড়খালি বাজার সংলগ্ন এলাকায় কয়েক দিন ধরেই চলছে এই রকম ছিনতাই এর ঘটনা। এখন পুলিশ সেই দোষীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে এবং আরো কারা এইরকম চুরির ছিনতাই এর ঘটনায় জড়িত আছে তাদেরকে ধরার জন্য। এবং যেনার ফোন তিনি ফেরত পেয়েছেন তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সুতাহাটা থানার পুলিশ কে।
No comments