চেন্নাই শহরে অফিশিয়ালি ভাবে ন্যাশনাল কার র্যালির সম্মানে ভূষিত হলেন- আজগর
গ্রামের ছেলে আজগর বিভিন্ন জায়গায় দেশ ও বিদেশে কার র্যালির চ্যাম্পিয়ন হয়েছিলেন হলদিয়া সহ রাজ্যে মুখ উজ্জ্বল করেছিলেন। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার…
চেন্নাই শহরে অফিশিয়ালি ভাবে ন্যাশনাল কার র্যালির
সম্মানে ভূষিত হলেন- আজগর
গ্রামের ছেলে আজগর বিভিন্ন জায়গায় দেশ ও বিদেশে
কার র্যালির চ্যাম্পিয়ন হয়েছিলেন হলদিয়া সহ রাজ্যে মুখ উজ্জ্বল করেছিলেন। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড দীঘাশিপুর গ্রামে প্রাক্তন কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী আজগর আলী পল্টু ২০২৩ বর্ষে একের পর এক কার র্যালি চ্যাম্পিয়ন এর নিরিখে ন্যাশানাল কার র্যালি চ্যাম্পিয়ন হয়ে ছিলেন পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর এবং হলদিয়ার গর্ব শেখ আজগর আলি পল্টু ,আজ ২১ শে ফেব্রুয়ারি বুধবার চেন্নাই এ অফিসিয়ালি ভাবে ন্যাশানাল কার র্যালির স্মারক সম্মানে সম্মানিতর পর শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী দের প্রতি কিছু বক্তব্য রাখেন।
No comments