Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্মার্ট ক্লাসের উপর জোর দিয়েছে হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল - প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী

স্মার্ট ক্লাসের উপর জোর দিয়েছে হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল - প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী
আধুনিক শিক্ষা বিজ্ঞানে স্মার্ট ক্লাসের ওপর বিশেষ জোর দিয়েছে হলদিয়ার বিবেকানন্দ মিশন স্কুল( ভিএমএস) । হলদিয়া টাউনশিপে অ্যাঙ্করেজ ক্যাম্…

 


স্মার্ট ক্লাসের উপর জোর দিয়েছে হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল - প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী


আধুনিক শিক্ষা বিজ্ঞানে স্মার্ট ক্লাসের ওপর বিশেষ জোর দিয়েছে হলদিয়ার বিবেকানন্দ মিশন স্কুল( ভিএমএস) । হলদিয়া টাউনশিপে অ্যাঙ্করেজ ক্যাম্পে‌ ৫৫০০ বর্গমিটার এলাকা জুড়ে ভিএমএসের নতুন ভবন । সেখানেই ৫২ টি কক্ষ জুড়ে নার্সারি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত স্মার্ট ক্লাসের ব্যবস্থাপনায় মুড়ে দেওয়া হয়েছে পুরো স্কুলটিকে । বইয়ের তথ্য ভিত্তিক পঠন-পাঠনের পাশাপাশি প্রয়োগিক (প্র্যাকটিক্যাল) অভিজ্ঞতা অর্জনে প্রত্যেকটি রুমে রয়েছে ডিজিটাল বোর্ড । অডিও- ভিসুয়াল সিস্টেমে ভূগোল,বিজ্ঞান, ঐতিহাসিক স্থান, পর্যটন ক্ষেত্র, প্রকৃতি পরিবেশ সবটাই এক লহমায় উঠে আসছে ক্লাস রুমে । আর তার ফলে ছাত্র-ছাত্রীদের শেখার আনন্দ প্রাণবন্ততা ধরা পড়েছে ।‌ সেই সঙ্গে ক্যারাটে, ক্যারাম,দাবা খেলার ব্যবস্থাপনা রয়েছে । রয়েছে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরী ইত্যাদি । রবিবার ৪ ঠা ফেব্রুয়ারি এমনই আধুনিক শিক্ষা পরিকাঠামোর আনুষ্ঠানিক সূচনা করলেন তমলুক রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী একরূপানন্দ মহারাজ । 

তিনি বলেন," শিক্ষার বিষয়বস্তুর মধ্যে মূল্যবোধ যোগ করতে হবে ।‌ যে কথার স্বামী বিবেকানন্দ গুরুত্বের সঙ্গে বলে গিয়েছেন । বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশের ক্ষেত্রে এই মূল্যবোধ ভীষণ জরুরি প্রয়োজন ।" আইসিএসই এই শিক্ষা পরিকাঠামোয়‌ এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের টিউশান বন্ধ করার নির্দেশিকা জারি হয়েছে । তাঁরা কেউ নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের টিউশান পড়াতে পারবেন না । স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী একথা জানিয়ে বলেন,"আধুনিক শিক্ষা বিজ্ঞানের যা কিছু ভালো তাকে আমাদের পঠন-পাঠন পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করার আন্তরিক চেষ্টা রয়েছে । সেক্ষেত্রে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরও সহযোগিতা ভীষণ দরকার । আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের টিউশন থেকে বিরত থাকতেও বলা হয়েছে । ক্লাসেই ছাত্রছাত্রীদের প্রতি তাঁরা অধিক যত্নবান হবেন সেটাই আমাদের কাম্য । প্রতিদিন স্কুলের নির্দিষ্ট সময় সীমার শেষে অতিরিক্ত এক ঘন্টা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থাও করা হয়েছে ।" এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা, জেনারেল ম্যানেজার (হলদিয়া ডর্ক কমপ্লেক্স )প্রবীণ কুমার দাস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির জেনারেল ম্যানেজার (এইচআর) অংশুমান ভট্টাচার্য,ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার অভিকার পাল, বিবেকানন্দ এডুকেশন সোসাইটির রেক্টার অর্ণব চন্দ্র, প্রেসিডেন্ট দেবাশিস ঘোষ প্রমুখ ‌। ছাত্র-ছাত্রীদের নাচ গানে আনুষ্ঠানিক সূচনা পূর্ব আনন্দমুখর হয়ে ওঠে ।

No comments