প্রয়াত হলেন ছড়ার জাদুকর ভবানী প্রসাদ মজুমদার চামেলী ভট্টাচার্য :আজ ৭ ই ফেব্রুয়ারী চলে গেলেন ছড়ার জাদুকর ভবানী প্রসাদ মজুমদার । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে ছিলেন, সেখানেই স্ট্রোক হয়ে প্রাণ হারান । প্রসঙ্গত,চ…
প্রয়াত হলেন ছড়ার জাদুকর ভবানী প্রসাদ মজুমদার
চামেলী ভট্টাচার্য :আজ ৭ ই ফেব্রুয়ারী চলে গেলেন ছড়ার জাদুকর ভবানী প্রসাদ মজুমদার । নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়ে ছিলেন, সেখানেই স্ট্রোক হয়ে প্রাণ হারান ।
প্রসঙ্গত,চলে গেলেন ভবানীপ্রসাদ মজুমদার (১৯৫৩-২০২৪)
চলে গেলেন বাংলার বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। কবি সুবর্ণ রায়ের ডাকে আলিপুর দুয়ারে একসঙ্গে ছিলাম আমরা। তখন অনেক কথাই শুনেছিলাম কবির মুখে। চোখের সামনে বারবার সেসব ভেসে উঠছে। নিপাট মাটির মানুষ, খুব আন্তরিক, খুব কাছের মনে হয়েছিল তাঁকে।
ভবানীপ্রসাদ জন্মগ্রহণ করেছিলেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে ৯ এপ্রিল ১৯৫৩ সালে। তাঁর পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। কবির শৈশব জীবন তাঁর গ্রামেই কেটেছিল। পেশায় ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক। কর্মস্থল ছিল হাওড়া জেলার শানপুর গ্রামের কালিতলা প্রথমিক বিদ্যালয়। পরে তিনি এই বিদ্যালয়টিরই প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হয়েছিলেন।
প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া-কবিতা লেখায় তাঁর জুড়ি ছিল না। তাঁর প্রকাশিত ছড়ার সংখ্যা কুড়ি হাজারেরও বেশি। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা-নিরীক্ষাও করতে ভালোবাসতেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে: মজার ছড়া, সোনালী ছড়া, কোলকাতা তোর খোল খাতা, হাওড়া-ভরা হরেক ছড়া, ডাইনোছড়া প্রভৃতি। এছাড়া প্রকাশিত হয়েছে শ্রেষ্ঠ ছড়া সমগ্রও।তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন: ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ।
তাঁর বিখ্যাত দুটি ছড়ার নাম: ‘আ-মরি বাংলাভাষা’ ও ‘বাংলাটা ঠিক আসে না’
‘বাংলাটা ঠিক আসে না’ ছড়াটি হল:
“ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা প’ড়ে?
বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
কীসের গরব? কীসের আশা?
আর চলে না বাংলা ভাষা
কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
এই ভাষাতে দিবানিশি
হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
মায়ের দুধের বড়ই অভাব
কৌটোর দুধ খাওয়াই স্বভাব
ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা।
আজ ইংলিশ বিশ্বভাষা
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
কাজী নজরুল- রবীন্দ্রনাথ
ওদের কাছে তুচ্ছ নেহাত
মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।”
বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন সাহিত্য সম্মানও পেয়েছিলেন। 'শিশুসাহিত্য পরিষদ পুরস্কার’, ‘অভিজ্ঞান স্মারক’, ‘ছড়া” সাহিত্য পুরস্কার’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক পুরস্কার এবং রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। এই কবিকে আমরা কোনোদিন ভুলতে পারব না। আমাদের শৈশব, আমাদের শিশুরা তাঁর সাহিত্যের কাছেই নিজেদের খুঁজে পাব এবং পাবে।
ছড়ার জাদুকরের প্রয়াণে শিশু সাহিত্যের জগতে নেমে এলো ঘন অন্ধকার । হয়তো আর কোনো দিন ছড়ার জাদুকর ভবানী প্রসাদ মজুমদার মহাশয়কে মঞ্চে দেখতে পাবো না তবুও তিনি অমরাত্মা হয়ে তাঁর অনবদ্য সুন্দর মজার ছড়ার মধ্যেই বেঁচে থাকবেন আমাদের সবার অন্তরে । তাঁর আত্মার শান্তি কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা সবাই ।
No comments