ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/xBRI33kPM50
৩০ বছর পর প্রথম বিবেকানন্দ মিশন স্কুলে সরস্বতী পুজো
বাগদেবীর আরাধনায় মেতে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া। বিভিন্ন হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয় ও লাইব্রেরী এবং সার্বজনীন সরস্বত…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/xBRI33kPM50
৩০ বছর পর প্রথম বিবেকানন্দ মিশন স্কুলে সরস্বতী পুজো
বাগদেবীর আরাধনায় মেতে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া। বিভিন্ন হাইস্কুল এবং প্রাথমিক বিদ্যালয় ও লাইব্রেরী এবং সার্বজনীন সরস্বতী পূজায় মাতলেন।
হলদিয়ার বিভিন্ন হাই স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক - শিক্ষীকা গন বাগদেবির আরাধনায় মেতে উঠলেন। সকাল থেকেই মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবির সাজে সেজে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়। সকলেই সাড়ম্বরে আনন্দে মেতে ওঠে। পূজার্চনা তারপর পুষ্পাঞ্জলি সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন স্কুলে ছাত্র-ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিবেকানন্দ মিশন স্কুলের অসংখ্য ছাত্র ছাত্রী সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেয়। এমনকি প্রসাদ খাওয়ার সাথে আনন্দের খুশিতে বন্ধুবান্ধবীদের সঙ্গে সারাদিনই তাঁরা সময় কাটায় বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে।
বসন্ত এসে গেছে, হিমেল শীতে দু'বছর বিশ্ব মহামারী শেষে, নতুন বৎসরের স্কুল-কলেজ ধীরে ধীরে উন্মুক্ত হয়েছে। শিক্ষার দেবী বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা প্রত্যেকটি স্কুল শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার্চনা হয়। ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ মিলে মায়ের আরাধনা করেন। যারা নতুন স্কুলে আসবে তাদের হাতে ঘড়ি দেওয়া হয় । বাগদেবী সরস্বতী মায়ের কাছে স্কুলের প্রথম হাতে খড়ি নেবে ছোট্ট ছোট্ট শিশুরা । হলদিয়া বিবেকানন্দ মিশন কয়েক বছর আগেই প্রতিষ্ঠিত হলেও এই প্রথম বিদ্যালয়ে বাগদেবীর আরাধনায় প্রাক্তন থেকে বর্তমান স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলেন।
শিল্পশহর হলদিয়াতে শিক্ষার নগরী গড়ে উঠেছে বিভিন্ন সরকারি বিদ্যালয় এর সাথে সাথে বেসরকারি বিদ্যালয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। হলদিয়া বন্দরের প্রথম উৎপত্তিস্থল অ্যাঙ্কারেজ ক্যাম্পে গড়ে উঠেছে বিবেকানন্দ মিশন স্কুল। তাদের এ বছর নতুন বিদ্যালয়ের বিল্ডিং হয়েছে। এই বছরই একাদশ দ্বাদশ শ্রেণী পাঠক্রম শুরু হয়েছে নতুন ভবনে বাগদেবীর আরাধনা আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তনী ছাত্রছাত্রীরা। সকাল থেকে ছাত্র-ছাত্রীদের আনাগোনা বিদ্যালয়ে মুখরিত হয়ে ওঠে পুষ্পাঞ্জলি পূজা অর্চনা তারই সাথে খাওয়া-দাওয়া ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা। প্রায় রাত্রি৭:৩০ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ছাত্র-ছাত্রীরা, প্রাক্তন, প্রাক্তনী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন নতুন বিল্ডিং এ বছর থেকেই শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তি, প্রাক্তন এবং স্কুল কর্তৃপক্ষ সকলেই মিলেই এই বছরই শুরু হল বাগদেবীর আরাধনা সরস্বতী মায়ের পূজার্চনা। মায়ের আরাধনা সাথেই আজকের দিন ছিল ভ্যালেন্টাইনস ডে নতুন প্রজন্ম জানেনা ১৪ই ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনস ডে কিন্তু আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর কি মহাত্ম কেউ জানে না। তিনি বলেন নিজেদের কালচারে ফিরে এসো আগেকার সময় আমরা সকলেই সেজে স্কুলে যেতাম। টিচারদের সঙ্গে একটি বন্ধন ছিল। চাকরি করো অথবা স্কুলে পড়াও একটা সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চলে আসে।
No comments