Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রদ্ধায় ও স্মরণে শংকর মাইতি

শ্রদ্ধায় ও স্মরণে শংকর মাইতি
জামাটার মিলনের সঙ্গে সম্পাদক প্রয়াত হয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণ মাঠে শঙ্কর মাইতি,  জন্ম: ইং- ৩ জুলাই ১৯৮৩ প্রয়ান ২৭ জানুয়ারী ২০২৪সূত্রে জানা যায়, ইংরাজি ২৭ জা…

 
শ্রদ্ধায় ও স্মরণে শংকর মাইতি


জামাটার মিলনের সঙ্গে সম্পাদক প্রয়াত হয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণ মাঠে শঙ্কর মাইতি,  জন্ম: ইং- ৩ জুলাই ১৯৮৩ প্রয়ান ২৭ জানুয়ারী ২০২৪

সূত্রে জানা যায়, ইংরাজি ২৭ জানুয়ারী ২০২৪ তারিখ বিকেল ২টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন স্বেচ্ছাপ্রনোদিত স্বার্থহীন এক অনন্য মানবহিতৈষী সমাজ সেবক ও আমাদের ক্লাবের পথপদর্শক, জনদরদী, উৎসব প্রিয়, সকলের নয়নের মনি। বিগত দিন গুলোতে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে তাহার উজ্জ্বল উপস্থিতি কখনো ভুলে যাওয়ার নয়। প্রয়াত,শঙ্কর মাইতি  আকস্মিক তিরোধানে বেদনা হত গেঁওয়াডাব মিলনী সংঘের সকল সভ্যবৃন্দ ও এলাকাবাসী, তাই গেঁওয়াডাব মিলনী সংঘের পক্ষ থেকে আগামী ইং ২৫ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার দুপুর ২টা হইতে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার স্মরণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও স্মৃতির উদ্দেশ্যে গেঁওয়াডাব মিলনী সংঘ সংলগ্ন ময়দানে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণী ব্যক্তি জন সভায় সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী ক্লাবের উন্নত সদস্য বিপ্লব জানা।

No comments