Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভাষা দিবস উদযাপনে হলদিয়া পৌরসভা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/_Y_Ad6KdaTA
ভাষা দিবস উদযাপনে  হলদিয়া পৌরসভা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে  হলদিয়া পৌরসভা" ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর "হলদিয়া পৌরসভার সামনে তৈরি আছে ভা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/_Y_Ad6KdaTA


ভাষা দিবস উদযাপনে  হলদিয়া পৌরসভা

 ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনে  হলদিয়া পৌরসভা" ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর "

হলদিয়া পৌরসভার সামনে তৈরি আছে ভাষা শহীদ দিবস বেদী। প্রত্যেক বৎসর এই উদ্যানে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার উদ্যোগে শহীদস্তম্ভ এবং ভাষা উদ্যান পালিত হল হলদিয়া পৌরসভা ও হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস।

প্রসঙ্গত,একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 

হলদিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও হলদিয়া পৌরসভার  সহযোগিতায় হলদিয়া পৌরসভা প্রেস কর্ণার হলে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪। শহীদ বেদীতে মাল্য দান করেন হলদিয়া মহকুমা শাসক ও হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী ছিলেন , উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার সিইও জনাব জুলফিকার আলী ছিলেন হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃত আধিকারিক ঋতুপর্ণা হালদার প্রমূখ। ভাষা শহীদের স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন, বক্তব্য, প্রবন্ধ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য সম্মানের সঙ্গে এই দিনটি উদযাপিত হলো। অনুষ্ঠানে  কবিতা গান নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন হলদিয়া পৌর পৌর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। অমর একুশে পালন অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগিতায় স্থান অর্জন করেছেন:

১) সপ্তপর্ণা মাইতি (চকদ্বিপা হাই স্কুল: দশম শ্রেণী)

২) সুস্মিতা পুরকাইত (হলদিয়া গভ স্পন্স টেন ক্লাস সেকেন্ডারি স্কুল: নবম শ্রেণী)

৩) মধুমিতা মাইতি (চকদ্বিপা হাই স্কুল: নবম শ্রেণী)

অংশগ্রহণকারি বিদ্যালয়: ১১প্রতিযোগীর সংখ্যা: ৪৪ বিচারক: শ্রী শুভেন্দু শেখর দাস


No comments